স্টাফ রিপোর্টার,আজাহারুল ইসলাম সাকী:
শ্যামনগর উপজেলার রমজানজাননগর ইউনিয়নের ২ নং ওয়ার্ডের খাস খাল ব্যাক্তি মালিকানায় রেকর্ড না দিয়ে জনসাধরনের জন্য উন্মুক্ত দাবি জানান এলাকার সর্বস্তরের জনসাধারণ।এলাকাবাসী পক্ষে অত্র ইউনিয়ের ২ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ সোহরাব হোসেন ভৈরব নগর মৌজার নাটিমখালীর খালটি ৬৩৮৪২/২২আপিল কেসের বিরোধে ব্যক্তি মালিকানায় রেকর্ড না দেওয়ার জন্য এমপি মহোদয়, উপজেলা চেয়ারম্যান, সরকারি কমিশনার ভূমি,সহ বিভিন্ন মহল বরাবর অভিযোগ করেন। জনগনের পক্ষে ইউপি সদস্য মোঃ সোহরাব হোসেন বলেন প্রবাহমান খাল টি ব্যাক্তিমালিকানায় রেকর্ড হলে খালের দুই পাশের মানুষের পানি নিষ্কাশন বন্ধ হয়ে যাবে।এছাড়া হাজার হাজার বিঘা মৎস্য চাষের ঘের সহ এলাকার মানুষ ব্যাপক ক্ষতিগ্রস্ত হবে।এই জনগুরুত্বপূর্ণ খাল ভূমিদস্যুদের কবলে না দিয়ে সকল দখল অপসারণ করে সাধারণ মানুষের জন্য উন্মুক্তের জন্য সকল মহলের প্রতি জোর দাবি জানান।আরও বলেন সরকারি সম্পত্তি এই খালটি জনগনের সার্থে কেউ যেন ও রেকর্ড না পায়।কিছু কতিপয় ভূমিদস্যু এটি রেকর্ড করার জন্য আবার ও বিভিন্ন পায়তারা ও চেষ্টা চালাচ্ছে। এটি কয়েকবার ভূমি অফিসার মিটিশন বাতিল করে দেয়। পুনরায় আবার খাল টি রেকর্ড এর জন্য বিভিন্ন পায়তারা করছে।এই খাল টি পানি নিষ্কাশনের খাল,হাজার হাজার বিঘা পানি উঠা নামা করে,জনসার্থে খাল টি উন্মুক্ত থাকার দাবি জানান এলাকার মানুষ।সরকারি খাল সরকারি ভাবে উন্মুক্ত থাকার জন্য সরকারি কর্মকতাদের দৃষ্টি আকর্ষন করে এলাকাবাসী।
সম্পাদক মন্ডলীর সভাপতি-খন্দকার গোলাম মওলা নকশেবন্দী। সম্পাদক/প্রকাশক-রবিউল ইসলাম। ভারপ্রাপ্ত সম্পাদক-সাবিহা প্রমানিক। প্রধান কার্যালয়ঃ ২২ ধানমন্ডি শংকর ঢাকা-১২০৯, মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪, ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩, ই-মেইল: alochitokantho@gmail.com ।