বর্ণিল আয়োজনে হালিমা খাতুন মহিলা মহাবিদ্যালয়ে নবীন বরন অনুষ্ঠিত মো:শাহীন, দৌলতখানঃ ভোলার দৌলতখানে হালিমা খাতুন মহিলা (ডিগ্রি) মহাবিদ্যালয়ে একাদশ শ্রেণীতে নবাগত শিক্ষার্থীদের উৎসাহ উদ্দীপনা আর বর্ণিল আয়োজন করা হয়েছে। রবিবার (৮ অক্টোবর) বিজ্ঞান, মানবিক, বাণিজ্য ও বিএমটি (বিএম) শাখার শিক্ষার্থীদের আনুষ্ঠানিকভাবে বরণ করে নেওয়া হয়। এই নবীনবরণ অনুষ্ঠানকে কেন্দ্র করেই মুখরিত হয়ে ওঠে কলেজ ক্যাম্পাস। কেউ এসেছিলেন সেজে, কেউবা সাধারণ পোশাকে। নবীন বরণ অনুষ্ঠান উপলক্ষে উৎসবমুখর পরিবেশ তৈরি হয় পুরো কলেজ ক্যাম্পাসে। নতুন পরিবেশে নতুন মানুষদের সঙ্গে মানিয়ে নিতে বিজ্ঞান, মানবিক, বাণিজ্য ও বিএমটি (বিএম) শাখা চলছিল পরিচিতি পর্ব। কলেজে আগত নতুন শিক্ষার্থীদের প্রথমেই ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। এরপর শুরু হয় ওরিয়েন্টেশন অনুষ্ঠান। এসময় বিজ্ঞান বিভাগের নবাগত শিক্ষার্থী খাদিজা বলেন, ‘ইতিহাস-ঐতিহ্যের এ মহাবিদ্যালয়ে ভর্তি হতে পেরে গর্ববোধ করছি। দীর্ঘ দিন পরে একত্রিত হতে পেরেছি। নতুন সহপাঠী হয়েছে। নতুন প্রতিষ্ঠানে নতুন শিক্ষক, সিনিয়র, সহপাঠীদের সঙ্গে পরিচয় হয়ে ভালোই লেগেছে। এখন শুধু ভালোভাবে এই স্তরের পড়াশোনা এই প্রতিষ্ঠান থেকে শেষ করবো এই প্রত্যাশাই করি।’ এসময় অধ্যক্ষ, নূরে আলম উপস্থিত নবীনদের উদ্দেশে বলেন, অত্র মহাবিদ্যালয় থেকে তোমাদের আমি স্বাগত জানাচ্ছি। যারা ধৈর্য ধরে, অনেক সময় নিয়ে কাজ করে তারা অনেক বড় হয় জীবনে। তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা। তোমরা এখান থেকে জীবন গড়ো। মা-বাবা সবসময় সন্তানের মঙ্গল কামনা করে। তেমনি আমরাও তোমাদের মঙ্গল কামনা করি। তোমরা এখানে পড়ে ভালো মানুষ হও। পরিবার ও সমাজের পাশে থাকো, দেশের কাজে সময় দেও- এটুকুই কামনা। অনুষ্ঠানের প্রথমে বাণিজ্য বিভাগের জ্যেষ্ঠ প্রভাষক বিপ্লব কুমার পাল, নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেন। এসময় শিক্ষকদের পাশাপাশি দ্বাদশ শ্রেণির ছাত্রীরাও একে একে নবাগত শিক্ষার্থীদের শুভেচ্ছা জানান। নবীন বরণ অনুষ্ঠানে বক্তারা কলেজের গৌরবের উজ্জ্বল ইতিহাস শিক্ষার্থীদের সামনে তুলে দেন এবং নবাগত শিক্ষার্থীদের দিক নির্দেশনা দেন।
সম্পাদক মন্ডলীর সভাপতি-খন্দকার গোলাম মওলা নকশেবন্দী। সম্পাদক/প্রকাশক-রবিউল ইসলাম। ভারপ্রাপ্ত সম্পাদক-সাবিহা প্রমানিক। প্রধান কার্যালয়ঃ ২২ ধানমন্ডি শংকর ঢাকা-১২০৯, মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪, ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩, ই-মেইল: alochitokantho@gmail.com ।