লালপুর ( নাটোর) প্রতিনিধিঃ নাটোরের লালপুরে গলায় ফাঁস দিয়ে একদিনে নারী-পুরুষসহ দুই জন আত্মহত্যা করেছে। রবিবার (৮ অক্টোবর) উপজেলার বৈদ্যনাথপুর ও হাফানিয়া গ্রামে এঘটনা ঘটে। তারা হলেন,উপজেলার গোপালপুর পৌরসভার বৈদ্যনাথপুর গ্রামের আসিফের স্ত্রী সুমাইয়া (২০) ও দুয়ারিয়া ইউনিয়নের হাফানিয়া মোড় গ্রামের গীরেনচন্দ্রের ছেলে শ্রী দুলাল কুমার (৫৮)। স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন যাবত সুমাইয়া-আসিফ দম্পতির মধ্যে মনমালিন্য চলে আসছে। এর জেরে রাত ০৩.৩০ ঘটিকার মধ্যে যেকোনো সময়ে ঘরে ফ্যানের সাথে ওড়না দিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। পরে পরিবারের লোকজন টের পেয়ে তাকে ঝুলন্ত অবস্থায় থেকে ওড়না কেটে নিচে নামিয়ে লালপুর থানা পুলিশকে খবর দেয়। অপরদিকে শ্রী দুলাল কুমার দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন দুলাল। রাত ২ টার সময় নিজ ঘরের তীরের সাথে গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যা করেন তিনি। এ বিষয়ে লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ উজ্জ্বল হোসেনকে মোবাইল ফোনে বারবার ফোন দিলে তিনি ফোন রিসিভ করেননি।
সম্পাদক মন্ডলীর সভাপতি-খন্দকার গোলাম মওলা নকশেবন্দী। সম্পাদক/প্রকাশক-রবিউল ইসলাম। ভারপ্রাপ্ত সম্পাদক-সাবিহা প্রমানিক। প্রধান কার্যালয়ঃ ২২ ধানমন্ডি শংকর ঢাকা-১২০৯, মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪, ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩, ই-মেইল: alochitokantho@gmail.com ।