কুড়িগ্রাম প্রতিনিধি কুড়িগ্রামে জামায়াতের ১৯ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (৮ অক্টোবর) সকালে সদর ও উলিপুর থানার যৌথ অভিযানে সদরের যতিনেরহাট এলাকা থেকে মিছিল শুরুর প্রাক্কালে তাদের গ্রেফতার করে পুলিশ। কুড়িগ্রাম সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদুর রহমান ও উলিপুর থানার ওসি গোলাম মর্তুজা এ তথ্য নিশ্চিত করেছেন। গ্রেফতার নেতাকর্মীদের মধ্যে জামায়াতের শ্রমিক কল্যান ফেডারেশনের সভাপতি ও জেলা কর্মপরিষদ সদস্য এডভোকেট ইয়াছিন আলী সরকার রয়েছেন। জেলা জামায়াতের পক্ষ থেকে দাবি করা হয়েছে, কেয়ারটেকার সরকার প্রতিষ্ঠা, জামায়াতের আমির সহ রাজনৈতিক নেতাকর্মী, আলেম- ওলামাদের মুক্তি ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে কেন্দ্র ঘোষিত কর্মসূচি পালনে রোববার সকালে কুড়িগ্রাম জেলা সদরের যতিনেরহাট এলাকা থেকে বিক্ষোভ মিছিলের প্রস্তুতি নেয় জামায়াত। কিন্তু মিছিল শুরুর প্রাক্কালে দলটির শ্রমিক কল্যান ফেডারেশনের সভাপতি ও জেলা কর্মপরিষদ সদস্য ও এডভোকেট ইয়াছিন আলী সরকারসহ ১৯ জন নেতাকর্মীকে গ্রেফতার করে পুলিশ। এর মধ্যে সদর থানা পুলিশ ৯ জনকে এবং উলিপুর থানা পুলিশ ১০ নেতাকর্মীকে গ্রেফতার করে। সদর থানার ওসি মো. মাসুদুর রহমান ও উলিপুর থানার ওসি গোলাম মর্তুজা জানান, নাশকতার পরিকল্পনা করে আইনশৃঙ্খলার অবনতি ঘটাতে চেয়েছিলেন তারা। গোপন সংবাদের ভিত্তিতে তথ্য পেয়ে পুলিশ তাদের গ্রেফতার করে। তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়েছে আদালতে পাঠানোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।
সম্পাদক মন্ডলীর সভাপতি-খন্দকার গোলাম মওলা নকশেবন্দী। সম্পাদক/প্রকাশক-রবিউল ইসলাম। ভারপ্রাপ্ত সম্পাদক-সাবিহা প্রমানিক। প্রধান কার্যালয়ঃ ২২ ধানমন্ডি শংকর ঢাকা-১২০৯, মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪, ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩, ই-মেইল: alochitokantho@gmail.com ।