বিপ্লব তালুকদার : নাটোর নাটোরের নলডাঙ্গায় প্রথম শ্রেণির এক স্কুল ছাত্রীকে ধর্ষণ মামলায় স্কুলের পিয়ন আবু সাদাদকে(৩৫) গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৫)। রোববার (৮ অক্টোবর) ভোরে উপজেলার নলডাঙ্গা পৌরসভার ৬ নং ওয়ার্ডের ধোপাপুকুর (গাঙ্গোইলপাড়া) এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। দুপুরে নাটোর র্যাব ক্যাম্প থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গ্রেফতারকৃত আবু সাদাদ (৩৫) নলডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পিয়ন। র্যাব-৫ নাটোর জানান, মো. আবু সাদাদ নলডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দীর্ঘদিন পিয়নের চাকুরিতে কর্মরত। আবু সাদাদ বিদ্যালয়ে পিয়নের চাকুরির পাশাপাশি কোমলমতি শিশুদের দেখাশোনা করত। গত ২ অক্টোবর সকাল ৬টার দিকে ভিকটিম নলডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে খেলাধুলা করাকালীন সময়ে পিয়ন আবু সাদাদ ভিকটিমকে ডেকে ৩য় শ্রেণি কক্ষে নিয়ে যায়। সেখানে গামছা দিয়ে ভিকটিমের মুখ বেঁধে জোরপূর্বক ধর্ষণ করে। পরবর্তীতে ভিকটিম তার বাবা-মায়ের কাছে ঘটনা জানালে ভিকটিমের বাবা-মা আসামির কাছে উক্ত বিষয়টি জানতে চাইলে আসামি বিভিন্ন জনের মধ্যস্থতায় ভিকটিমের অভিভাবককে ১০ হাজার টাকার বিনিময়ে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করে। পরবর্তীতে ভিকটিমের বাবা বাদী হয়ে নলডাঙ্গা থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। র্যাব-৫ আরও জানান, এ ঘটনার পর কোম্পানী অধিনায়ক পরিচালক সঞ্জয় কুমার সরকারের নেতৃত্বে আবু সাদাদের উপর গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে র্যাব। পরে আজ রোববার( ৮ অক্টোবর) ভোর ৪টার দিকে উপজেলার নলডাঙ্গা পৌরসভার ৬নং ওয়ার্ডের ধোপাপুকুর (গাঙ্গোইলপাড়া) এলাকা থেকে তাকে গ্রেফতার করে। পরে তাকে নলডাঙ্গা থানায় হস্তান্তর করা হয়।
সম্পাদক মন্ডলীর সভাপতি-খন্দকার গোলাম মওলা নকশেবন্দী। সম্পাদক/প্রকাশক-রবিউল ইসলাম। ভারপ্রাপ্ত সম্পাদক-সাবিহা প্রমানিক। প্রধান কার্যালয়ঃ ২২ ধানমন্ডি শংকর ঢাকা-১২০৯, মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪, ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩, ই-মেইল: alochitokantho@gmail.com ।