পঞ্চগড় প্রতিনিধ পঞ্চগড় : বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার দাবীতে পঞ্চগড়ে বিক্ষোভ সমাবেশ করেছে বিএনপি। জেলা বিএনপির আয়োজনে আজনসোমবার (৯ অক্টোবর) বিকেলে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। বিএনপির জেলা কার্যালয় থেকে এই বিক্ষোভ সমাবেশ শুরু হয়ে পঞ্চগড় বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম স্টেডিয়ামে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ সমাবেশে জেলা, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড থেকে আগত বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী অংশ নেন। পঞ্চগড় জেলা বিএনপির আহ্বায়ক জহিরুল ইসলাম কাচ্চুর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ, যুগ্ন আহ্বায়ক মির্জা নাজমুল ইসলাম কাজল, আদম সুফি, আহ্বায়ক কমিটির সদস্য রুবেল পাটোয়ারী, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আনোয়ার হোসেন প্রমুখ। বক্তারা বেগম খালেদা জিয়াকে নি:শর্ত মুক্তি দিয়ে উন্নত চিকিৎসার জন্য বিদেশ প্রেরণের দাবী জানান।
সম্পাদক মন্ডলীর সভাপতি-খন্দকার গোলাম মওলা নকশেবন্দী। সম্পাদক/প্রকাশক-রবিউল ইসলাম। ভারপ্রাপ্ত সম্পাদক-সাবিহা প্রমানিক। প্রধান কার্যালয়ঃ ২২ ধানমন্ডি শংকর ঢাকা-১২০৯, মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪, ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩, ই-মেইল: alochitokantho@gmail.com ।