রফিকুল ইসলাম সুজন,রাণীশংকৈল(ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা হলরুমে সোমবার (৯ অক্টোবর) সকাল ১১টায় মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার শাহরিয়ার রহমানের সভাপতিত্বে সভায় উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতির উপর বক্তব্য দেন- কমিটির উপদেষ্টা উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না, ভাইস চেয়ারম্যান সোহেল রানা ও শেফালি বেগম, ওসি গুলফামুল ইসলাম মন্ডল, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পঃ পঃ কর্মকর্তা আব্দুস সামাদ চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা হবিবর রহমান, ইউপি চেয়ারম্যান আবুল হোসেন,আবুল কাশেম, শরৎচন্দ্র রায়, আব্দুল বারী,মতিউর রহমান,আতিকুর রহমান বকুল, প্রেসক্লাব সভাপতি অধ্যাপক আনোয়ারুল ইসলাম, সম্পাদক আবুল কালাম আজাদ, সহসম্পাদক রফিকুল ইসলাম সুজন, প্রধান শিক্ষক সেলিমা সিদ্দিকা, সহ-শিক্ষা অফিসার ঘনশ্যাম, ডিগ্রি কলেজ প্রতিনিধি প্রভাষক সফিকুল ইসলাম শিল্পি, সমাজসেবা অফিসার আব্দুর রহিম,ফায়ার ব্রিগেড স্টেশন কর্মকর্তা নাসিম ইকবাল প্রমুখ। বক্তারা তাদের বক্তব্যে উপজেলার বিভিন্ন স্থানে মাদক বেচা-কেনা, তাসজুয়া ও মোবাইল জুয়ার বিষয় তুলে ধরেন। তারা বিশেষত আসন্ন দুর্গাপুজাকে কেন্দ্র করে পুজামন্ডপসহ বিভিন্ন স্থানে গন্ডগোল সৃষ্টি ও নাশকতার আশংকা প্রকাশ করেন। এজন্য তারা পুলিশ প্রশাসন সহ সকলকে সজাগ থাকার আহবান জানান। ওসি তার বক্তব্যে উপজেলার বিভিন্ন স্থানে মাদক ও জুয়া দমনে পুলিশের টহল তৎপরতা অব্যাহত আছে মর্মে উল্লেখ করেন। উপজেলা চেয়ারম্যান তার বক্তব্যে উপজেলার বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে বলে উল্লেখ করেন। এ অবস্থা ঠিক রাখতে তিনি সকলের সহযোগিতা কামনা করেন।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.