মেহেরপুর প্রতিনিধি মেহেরপুর সহ সারা দেশে জামাত বিএনপির নৈরাজ্যের বিরুদ্ধে জেলা আওয়ামী লীগ ও যুবলীগের উদ্যোগে উন্নয়ন ও শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯ অক্টোবর) বিকেল ৪টার দিকে মেহেরপুর জেলা আওয়ামি লীগ ও জেলা যুবলীগের এর ডাকে শান্তি সমাবেশের এক বিশাল মিছিল,শহরের জেলা প্রশাসক কার্যালয় এর কাছ থেকে মেহেরপুরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পৌর শামসুজ্জোহা পার্ক উদ্যান এসে শেষ হয়।পরে শেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা আওয়ামি লীগের সহ-সভাপতি এ্যাড. মিয়াজান আলির সভাপতিত্বে এসময় জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও মুজিবনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান জিয়াউদ্দিন বিশ্বাস,সহসভাপতি আব্দুল মান্নান,জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব গোলাম রসুল,উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. ইয়ারুল ইসলাম,পৌর মেয়র ও জেলা যুবলীগের আহ্বায়ক মাহফুজুর রহমান রিটন, জেলা যুবলীগের যুগ্ন আহবায়ক শহিদুল ইসলাম পেরেশান, মুজিবনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি কামরুল হাসান চান্দু,সহ আওয়ামী অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
সম্পাদক মন্ডলীর সভাপতি-খন্দকার গোলাম মওলা নকশেবন্দী। সম্পাদক/প্রকাশক-রবিউল ইসলাম। ভারপ্রাপ্ত সম্পাদক-সাবিহা প্রমানিক। প্রধান কার্যালয়ঃ ২২ ধানমন্ডি শংকর ঢাকা-১২০৯, মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪, ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩, ই-মেইল: alochitokantho@gmail.com ।