মাসুম বিল্লাহ, বগুড়াঃ বগুড়ার শেরপুর উপজেলায় সনাতন ধর্মালম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূর্জা যথাযথভাবে উৎসবমূখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে উপজেলা প্রশাসনের আয়োজনে বিশেষ প্রস্তুতি মুলক সভা অনুষ্ঠিত হয়েছে। এবার শেরপুর উপজেলায় ৯৪ টি পূজামন্ডপ পূজা অনুষ্ঠিত হবে। মঙ্গলবার (১০ অক্টোর) সকাল ১১টায় উপজেলা হলরুমে এই সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সানজিদা সুলতানা। উপজেলা সহকারি কমিশনার ভূমির সঞ্চালানায় এতে উপস্থিত ছিলেন, শেরপুর পৌরসভার মেয়র আলহাজ্ব মো: জানে আলম খোকা, উপজেলা ভাইস চেয়ারম্যন শাহ জামাল সিরাজী। উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি নিমাই ঘোষ, সাধারণ সম্পাদক সংগ্রাম কুন্ডু, ইউপি পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব জাহিদুল ইসলাম, মনিরুজ্জামান জিন্নাহ, গৌর দাস রায়, আব্দুল কালাম আজাদ, মোমিন মহসিন, তবিবুর রহমান, কাজী আবুল কালাম আজাদসহ উপজেলার কর্মকর্তাবৃন্দ।
সম্পাদক মন্ডলীর সভাপতি-খন্দকার গোলাম মওলা নকশেবন্দী। সম্পাদক/প্রকাশক-রবিউল ইসলাম। ভারপ্রাপ্ত সম্পাদক-সাবিহা প্রমানিক। প্রধান কার্যালয়ঃ ২২ ধানমন্ডি শংকর ঢাকা-১২০৯, মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪, ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩, ই-মেইল: alochitokantho@gmail.com ।