প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ৩০, ২০২৪, ১১:৩০ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১১, ২০২৩, ৩:১৪ পি.এম
জৈন্তাপুরে আসন্ন শারদীয় দূর্গা উৎসবে আইনশৃঙ্খলা পরিস্থিতি বিষয়ে পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত
বিলালুর রহমান সিলেট জেলা প্রতিনিধি আগামী ২০শে অক্টোবর থেকে সারা দেশের ন্যায়ে জৈন্তাপুরে আসন্ন শারদীয় দূর্গা উৎসবে উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা সহ শান্তিপূর্ন ভাবে দূর্গা উৎসব শেষ করতে জৈন্তাপুর মডেল থানা পুলিশ এক মতবিনিময় সভা আয়োজন করে। ১০ অক্টোবর মঙ্গলবার বিকেল ৪টায় এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। জৈন্তাপুর মডেল থানার অফিসার (ইনচার্জ) মো: তাজুল ইসলাম (পিপিএম)'র সভাপতিত্বে ও মিডিয়া উইং কর্মকর্তা এসআই পার্থ রঞ্জন চক্রবর্তী অনুষ্ঠান পরিচালনা করেন। পূজা চলাকালীন সময়ে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের টিম উপস্থিত থাকবে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সবার সহযোগিতা কামনা করা হয়েছে। সভায় উপস্থিত ছিলেন জৈন্তাপুর মডেল থানার অফিসার (তদন্ত) মো আল আমিন, নিজপাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: ইন্তাজ আলী, চিকনাগুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান চৌধুরী, জৈন্তাপুর উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা যাদবময় বিশ্বাস, সাধারণ সম্পাদক সুলাল চৌধুরী, জৈন্তাপুর থানার সেকেন্ড অফিসার এসআই শহীদ মিয়া, এস আই মোস্তাফিজুর রহমান, এস আই মহিবুর রহমান, এসআই রসুল আহমেদ, উপজেলা পূজা উৎযাপন পরিষদের সাধারণ সম্পাদক দুলাল চন্দ্র দেব, নিবারণ দাস, সুনিল দেবনাথ,শংকর দেব নাথ সহ পূজা উৎযাপন পরিষদের নেতৃবৃন্দ।
সম্পাদক মন্ডলীর সভাপতি-খন্দকার গোলাম মওলা নকশেবন্দী। সম্পাদক/প্রকাশক-রবিউল ইসলাম। ভারপ্রাপ্ত সম্পাদক-সাবিহা প্রমানিক। প্রধান কার্যালয়ঃ ২২ ধানমন্ডি শংকর ঢাকা-১২০৯, মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪, ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩, ই-মেইল: alochitokantho@gmail.com ।
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.