মোঃ সাইফুল ইসলাম আকাশ নিজস্ব প্রতিবেদক,ভোলা: চর জহিরউদ্দিন পুলিশ তদন্ত কেন্দ্র ও মনপুরা থানা পরিদর্শন করেছেন ভোলা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মাহিদুজ্জামান বিপিএম। মঙ্গলবার ১০ অক্টোবর পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাসহ চর জহিরউদ্দিন পুলিশ তদন্ত কেন্দ্র ও মনপুরা থানা পরিদর্শন করেন পুলিশ সুপার। পরিদর্শন শেষে ভোলা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মাহিদুজ্জামান বিপিএম চর জহিরউদ্দিন এর নদী ভাঙন প্রতিরোধে এবং তদন্ত কেন্দ্র স্থানান্তর বিষয়ে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা, শিক্ষক, স্থানীয় জনপ্রতিনিধি ও সুশীল সমাজের সাথে গুরুত্বপূর্ণ আলোচনা করেন। চর জহিরউদ্দিন তদন্ত কেন্দ্র পরিদর্শন শেষে মনপুরা থানা পরিদর্শন ও পুলিশ সুপার মহোদের সভাপতিত্বে সুধী সমাবেশে এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, দূর্গাপূজা , জাতীয় নির্বাচন,জনগণের জানমালের নিরাপত্তা বিধান নিশ্চিত করা, মাদক, সন্ত্রাসবাদসহ বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা মূলক আলোচনা করেন। অনুষ্ঠান শেষে হিন্দু সম্প্রদায়ের আসন্ন সারদীয় দূর্গাপূজা উপলক্ষে শ্রী শ্রী জ্ঞানদায়িনী হরি সভা মন্দির পরিদর্শন করেন এবং মনপুরা থানার পুলিশ অফিসারদের নিরাপত্তা সহ অন্যান্য দিক নির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন তজুমদ্দিন সার্কেলের সহকারী পুলিশ সুপার মোঃ মাসুম বিল্লাহ,বোরহানউদ্দিন থানার ওসি মোহাম্মদ মনির হোসেন মিয়া,তজুমদ্দিন থানার ওসি মোঃ মাকসুদুর রহমান মুরাদ,মনপুরা থানার ওসি জহিরুল ইসলাম কামাল,হাকিমুদ্দিন নৌ পুলিশ ফাঁড়ীর আইসি(ভারপ্রাপ্ত) মোঃ মাসুম প্রমুখ।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.