কুড়িগ্রামে আইনজীবীদের অবস্থান কর্মসূচি পালিত কুড়িগ্রাম প্রতিনিধি : ১১/১০/২৩ সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি'র চেয়ারপার্সন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া'র নিঃশর্ত মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য বিদেশে প্রেরণের দাবীতে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, কুড়িগ্রাম জেলা ইউনিট অবস্থান কর্মসূচি পালন করে। বুধবার সকালে কুড়িগ্রাম জেলা আইনজীবী সমিতি ভবনের সামনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের উদ্যোগে ঘন্টাব্যাপী অবস্থান কর্মসূচী পালিত হয়। এ সময় বক্তব্য রাখেন, অ্যাডভোকেট আবুল কাশেম, অ্যাডভোকেট বজলুর রশিদ, অ্যাডভোকেট মাহবুবা আক্তার জাহান চুমকি, অ্যাডভোকেট মিজানুর রহমান, অ্যাডভোকেট তারিকুর রহমান প্রমুখ। বক্তারা দ্রুততম সময়ে খালেদাজিয়া কে মুক্তি দিয়ে বিদেশে উন্নত চিকিৎসার সুযোগ দেয়ার দাবী জানানো হয়।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.