কুড়িগ্রাম প্রতিনিধি : ১১.১০.২০২৩ কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার ভিতরবন্দ ইউনিয়নের গোড্ডারপাড় বটতলা গ্রামের আলোচিত স্বভাব কবি রাধাপদ রায় এর উপর হামলা মামলার ২ নাম্বার আসামী কদুর আলী আদালতে আত্মসমর্পন করে জামিন চাইতে আসলে তাকে গ্রেফতার দেখিয়ে জেল-হাজতে প্রেরণ করেছে আদালত। বুধবার দুপুরে এডভোকেট লাল মিয়ার মাধ্যমে কুড়িগ্রাম চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে জামিন চাইতে আসলে নাগেশ্বরী আমলী আদালতের বিচারক আয়েশা সিদ্দিকা তাকে জেল-হাজতে পাঠানোর নির্দেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন নাগেশ্বরী আমলী আদালতের কোর্ট জিআরও সাজ্জাদ। এর আগে গত ৪ অক্টোবর মামলার প্রধান আসামী রফিকুল ইসলামকে কুড়িগ্রাম জেলা শহর থেকে গ্রেফতার করে পুলিশ। গত ৩০ সেপ্টেম্বর পাওনা টাকাকে কেন্দ্র করে পুর্ব শত্রুতার জেরে নাগেশ্বরী উপজেলার ভিতরবন্দ ইউনিয়নের গোড্ডারপাড় বটতলা গ্রামের নদী মাছ ধরতে গেলে কবি রাধাপদ রায় এর হামলা চালিয়ে গুরুত্বর আহত করে প্রতিবেশি দুই ভাই রফিকুল ও কদুর আলী। পরে স্থানীয়রা কবিকে উদ্ধার করে নাগেশ্বরী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করালে সেখানেই চিকিৎসাধীন রয়েছেন তিনি। পরে তার ছেলে শ্রী যুগল রায় বাদি হয়ে গত ১ অক্টোবর রফিকুল ইসলাম ও কদুর আলীকে আসামী করে নাগেশ্বরী থানায় একটি মামলা দায়ের করে। গ্রামের জনপ্রিয় স্বভাব কবিকে মারধরের ঘটনায় সমালোচনার ঝড় উঠে সামাজিক যোগাযোগ মাধ্যমে।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.