প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ৩০, ২০২৪, ৯:২১ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১৪, ২০২৩, ১২:২৬ পি.এম
বিরামপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অভিযানে তিন ব্যবসায়ির ৮ হাজার টাকা জরিমানা
এস এম মাসুদ রানা বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি- দিনাজপুরের বিরামপুরে ভোক্তা অধিদপ্তরের অভিযানে ৩ ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। বুধবার (১১ অক্টোবর ) দুপুরে পৌরশহরের রেল স্টেশন এলাকায় কয়েকটি দোকানে অভিযান পরিচালনা করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর দিনাজপুর সহকারী পরিচালক মমতাজ বেগম মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রির দায়ে তিন দোকানে অভিযান চালিয়ে জরিমানা আদায় করেছেন। অভিযানে ৩ টি দোকান থেকে ১৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে এ সময় সাহিন টি ষ্টল ৫০০০ টাকা,খলিল টি ষ্টল ১০০০ হাজার টাকা,বেলাল ষ্টোর ২০০০ হাজার টাকা মোট ৮ হাজার টাকা জরিমানা করেন। এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর দিনাজপুরের সহকারী পরিচালক মমতাজ বেগম রুনি,, এ সময় অভিযানে সার্বিক সহযোগিতা করেন বিরামপুর থানার আইন-শৃঙ্খলা বাহিনী পুলিশ সদস্যবৃন্দ। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর দিনাজপুরের সহকারী পরিচালক মমতাজ বেগম রুনি বলেন,নিয়মিত বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে ব্যবসায়িদেরকে সচেতনতা করাসহ তিন ব্যবসাপ্রতিষ্ঠানে জরিমানা আদায় করা হয়েছে। তবে বাজার মনিটরিং অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।
সম্পাদক মন্ডলীর সভাপতি-খন্দকার গোলাম মওলা নকশেবন্দী। সম্পাদক/প্রকাশক-রবিউল ইসলাম। ভারপ্রাপ্ত সম্পাদক-সাবিহা প্রমানিক। প্রধান কার্যালয়ঃ ২২ ধানমন্ডি শংকর ঢাকা-১২০৯, মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪, ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩, ই-মেইল: alochitokantho@gmail.com ।
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.