রাম বসাক, শাহজাদপুর, সিরাজগঞ্জ আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৬৭-সিরাজগঞ্জ-০৬ (শাহজাদপুর) আসনে আওয়ামী লীগ দলীয় মনোনয়ন প্রত্যাশী, সাবেক ২ বারের পৌরমেয়র বীর মুক্তিযোদ্ধা হালিমুল হক মিরু নৌকার মাঝি হতে চান। এ উপলক্ষে আজ বৃহস্পতিবার সকালে তার নেতৃত্বে নৌকার পক্ষে বিশাল মিছিল শাহজাদপুর পৌর এলাকা প্রদক্ষিণ করে শাহজাদপুর মডেল পাইলট উচ্চ সরকারি বিদ্যালয় মাঠে এক সংক্ষিপ্ত সমাবেশ করেন। সমাবেশে প্রায় ৫ হাজার লোকের সমাগম ঘটে। এ সময় হাজার হাজার লোকের মুখে নৌকা ও হালিমুল হক মিরুর পক্ষে শ্লোগান শোনা যায়। সংক্ষিপ্ত সমাবেশে সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক, সাবেক পৌরমেয়র, নৌকা প্রতীকে দলীয় মনোনয়ন প্রত্যাশী বীর মুক্তিযোদ্ধা হালিমুল হক মিরু বলেন, প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নির্দেশনা মোতাবেক সরকারের উন্নয়ন তৃণমূল পর্যায়ে তুলে ধরার প্রয়াসে আজকের এই উন্নয়ন শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। প্রধানমন্ত্রীর ঘোষণা, যিনি তৃণমূলের জনগণের সাথে সম্পৃক্ত, সৎ, আদর্শবান, নির্ভীক ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী তাকেই নৌকা প্রতীকে মনোনয়ন দেয়া হবে। প্রধানমন্ত্রীর ঘোষণা মোতাবেক আজকের বিশাল এই উন্নয়ন শোভাযাত্রায় তৃণমূলের নেতাকর্মীদের কলেবর ও উচ্ছ্বাসই প্রমাণ করে যে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রধানমন্ত্রী আমাকে নৌকার মাঝি হিসেবে মনোনীত করবেন। তিনি আরও বলেন, আগামী নির্বাচনে আওয়ামী লীগ সরকার গঠন না হলে বাংলাদেশে গণতন্ত্রের যে চর্চা অব্যাহত রয়েছে সেটি ভূলন্ঠিত হয়ে যাবে। এজন্য নৌকা প্রতীকে ভোট দিয়ে আবারও আওয়ামী লীগ সরকারকে ক্ষমতায় এনে দেশের উন্নয়ন ও গণতন্ত্রের চর্চাকে সমুন্নত রাখতে হবে।
সম্পাদক মন্ডলীর সভাপতি-খন্দকার গোলাম মওলা নকশেবন্দী। সম্পাদক/প্রকাশক-রবিউল ইসলাম। ভারপ্রাপ্ত সম্পাদক-সাবিহা প্রমানিক। প্রধান কার্যালয়ঃ ২২ ধানমন্ডি শংকর ঢাকা-১২০৯, মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪, ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩, ই-মেইল: alochitokantho@gmail.com ।