রাম বসাক, শাহজাদপুর, সিরাজগঞ্জ আজ ১২ অক্টোবর বৃহস্পতিবার সারাদেশের ন্যায় সিরাজগঞ্জের শাহজাদপুরে জাতীয় শ্রমিক লীগের ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে দলীয়ভাবে নানা কর্মসূচী পালন করা হয়েছে। কর্মসূচীর মধ্যে ছিলো, সকাল ৯ টা ১ মিনিটে স্থানীয় দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, ৯ টা ১৫ মিনিটে জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, সাড়ে ৯ টায় আলোচনা সভা । জাতীয় শ্রমিক লীগ শাহজাদপুর উপজেলা শাখার সভাপতি মোস্তাফিজুর রহমান পীযূশের সভাপতিত্বে ও সহ-সভাপতি জুয়েল আলমের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, শাহজাদপুর পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারন সম্পাদক, দুঃখী মানুষের বলিষ্ঠ কন্ঠস্বর মনির আক্তার খান তরু লোদী, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল আউয়াল, শ্রম বিষয়ক সম্পাদক কোরবান আলী, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মনিরুল গণি চৌধুরী শুভ্র, প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিরুল ইসলাম সাগর, দপ্তর সম্পাদক আবুল হাশেম প্রমুখ। আজ ১২ অক্টোবর বৃহস্পতিবার সারাদেশের ন্যায় সিরাজগঞ্জের শাহজাদপুরে জাতীয় শ্রমিক লীগের ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জাতীয় শ্রমিক লীগ শাহজাদপুর উপজেলা শাখার সাধারন সম্পাদক আবু সাঈদ, যুগ্ম-সাধারন সম্পাদক তুহিন ইসলাম, মোঃ কাইয়ুম, অর্থ সম্পাদক চন্দন সরকার, রিপন, আশরাফুলসহ উপজেলা শ্রমিক লীগের নেতৃবৃন্দ। বক্তরা জাতীয় শ্রমিক লীগের ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী সফলভাবে পালন করায় দলীয় নেতাকর্মীসহ সবাইকে ধন্যবাদ জানান।
সম্পাদক মন্ডলীর সভাপতি-খন্দকার গোলাম মওলা নকশেবন্দী। সম্পাদক/প্রকাশক-রবিউল ইসলাম। ভারপ্রাপ্ত সম্পাদক-সাবিহা প্রমানিক। প্রধান কার্যালয়ঃ ২২ ধানমন্ডি শংকর ঢাকা-১২০৯, মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪, ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩, ই-মেইল: alochitokantho@gmail.com ।