মোঃ কামাল হোসেন খাঁন মেহেরপুর জেলা প্রতিনিধিঃ মেহেরপুরের গাংনীতে এককালিন সরকারি আর্থিক অনুদানের চেক বিতরণ অনুষ্ঠিত। আজ বৃহস্পতিবার সকাল ১১ টায় গাংনী উপজেলা পরিষদ সভাকক্ষে এ চেক বিতরণ করা হয়। সমাজসেবা অধিদপ্তরের সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় ক্যান্সার কিডনি সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, থ্যালাসেমিয়া ও জন্মগতভাবে হৃদরোগে আক্রান্ত ৩৪ জনকে এককালিন সরকারি অনুদানের ১৭ লাখ টাকার চেক বিতরণ করা হয়েছে। মেহেরপুর-২ (গাংনী) আসনের সংসদ সদস্য মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই অনুদানের চেক বিতরণ করেন। গাংনী উপজেলা সহকারি কমিশনার (ভূমি) নাদির হোসেন শামীমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন গাংনী উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএ খালেক, গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার আব্দুল্লাহ আল মারুফ, আওয়ামী লীগ নেতা মনিরুজ্জামান আতু, এছাড়াও সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী, সাংবাদিকসহ আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্পাদক মন্ডলীর সভাপতি-খন্দকার গোলাম মওলা নকশেবন্দী। সম্পাদক/প্রকাশক-রবিউল ইসলাম। ভারপ্রাপ্ত সম্পাদক-সাবিহা প্রমানিক। প্রধান কার্যালয়ঃ ২২ ধানমন্ডি শংকর ঢাকা-১২০৯, মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪, ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩, ই-মেইল: alochitokantho@gmail.com ।