মোঃ সাহিদুল ইসলাম, নীলফামারী প্রতিনিধিঃ পশুর নষ্ট মাংস বিক্রয় ও বৈধ লাইসেন্স না থাকায় নীলফামারীর ডোমার উপজেলায় ডাবলু নামে এক মাংস বিক্রেতাকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (১২ই অক্টোবর) উপজেলার জোড়াবাড়ী ইউনিয়নের ধঞ্চনপুর বাজারে সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল ফেরদৌস হ্যাপির নেতৃত্বে অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালতে এ নির্দেশ দেওয়া হয়। এবিষয়ে সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল ফেরদৌস হ্যাপি জানান, অভিযানে মাংস ব্যবসায়ী ডাবলু ও তার ছেলে লিটন ফ্রিজে রাখা মাংস বিক্রি, মাংসের মান নষ্ট হওয়া এবং বৈধ লাইসেন্স না থাকার অপরাধ স্বীকার করলে পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইন-২০১১ অনুযায়ী ১০ হাজার টাকা জরিমানা অথবা অনাদায়ে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ডাদেশ প্রদান করা হয়। এসময় প্রসিকিউটিং অফিসার হিসেবে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ মোজাম্মেল হক দায়িত্ব পালন করেন। এছাড়া ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় উপজেলা ভূমি অফিসের কর্মচারী, উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের কর্মচারী, ডোমার থানার পুলিশ সদস্যবৃন্দ সহযোগিতা করেন।
সম্পাদক মন্ডলীর সভাপতি-খন্দকার গোলাম মওলা নকশেবন্দী। সম্পাদক/প্রকাশক-রবিউল ইসলাম। ভারপ্রাপ্ত সম্পাদক-সাবিহা প্রমানিক। প্রধান কার্যালয়ঃ ২২ ধানমন্ডি শংকর ঢাকা-১২০৯, মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪, ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩, ই-মেইল: alochitokantho@gmail.com ।