স্বপন কুমার রায় খুলনা ব্যুরো প্রধান খুলনার দাকোপ উপজেলা মৎস্য অফিসের উদ্যোগে ইলিশ সংরক্ষণ অভিযান ২০২৩ এর প্রথম দিনে মোবাইল কোট পরিচালনা করে ১৫ হাজার মিটার অবৈধ সেট ব্যাগ নেট জাল জব্দ করে বিনষ্ট করা হয়েছে। ১২ ই অক্টোবর বৃহস্পতিবার সকাল সাড়ে ১২ টার দিকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এর নেতৃত্বে ও বাংলাদেশ নৌ পুলিশ এর সহযোগীতায় দাকোপ উপজেলার চুনকুড়ি ও ভদ্রা নদীতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।এসময় খুলনাগামী বিভিন্ন ট্রলারে তল্লাশি করে ১৫ হাজার মিটার অবৈধ সেট ব্যাক নেট জাল জব্দ করা হয়। পরবর্তীতে বিকেলে দাকোপ উপজেলা পরিষদ চত্বরে ঐ সকল অবৈধ জাল এনে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে বলে সুত্রে জানাযায়। এ সময় উপস্থিত ছিলেন দাকোপ উপজেলা সহকারী কমিশনার ভুমি পাপিয়া সুলতানা, দাকোপ উপজেলা সিনিয়র মৎস্য অফিসার মোঃ সেলিম সুলতান, সহকারী মৎস্য অফিসার বাদল কৃষ্ণ সাহা, উপজেলা মেরিন ফিসারিজ অফিসার বিপুল কুমার দাশ,নৌ পুলিশের এস আই ইলিয়াস, এস আই আনোয়ার হোসেন সংঙ্গীয় পুলিশ ফোর্স, ও মৎস্যঅফিসের আরও অনেকে।
সম্পাদক মন্ডলীর সভাপতি-খন্দকার গোলাম মওলা নকশেবন্দী। সম্পাদক/প্রকাশক-রবিউল ইসলাম। ভারপ্রাপ্ত সম্পাদক-সাবিহা প্রমানিক। প্রধান কার্যালয়ঃ ২২ ধানমন্ডি শংকর ঢাকা-১২০৯, মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪, ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩, ই-মেইল: alochitokantho@gmail.com ।