কুড়িগ্রাম প্রতিনিধি কুড়িগ্রামের উত্তরবঙ্গ জাদুঘর এবং ভূরুঙ্গামারীতে সোনাহাট স্থলবন্দর পরিদর্শন ও ব্যবসায়ীদের সাথে মতবিনিময় করেন ভারতের সহকারী হাই কমিশনার শ্রী মনোজ কুমার। বৃহস্পতিবার বিকেলে কুড়িগ্রাম নতুন শহরস্থ উত্তরবঙ্গ জাদুঘর পরিদর্শন করেন এবং নব নির্মিত নির্মাণাধীন ভবনের কাজের অগ্রগতির খোঁজ খবর নেন। এ সময় মতবিনিময়ে অংশ নেন জাদুঘরের চেয়ারম্যান ( একুশে পদকে ভূষিত) এস এম আব্রাহাম লিংকন, ট্রাষ্টি উপদেষ্টা সাবেক সিভিল সার্জন ডাঃ এস এম আমিনুল ইসলাম, পরিমল মজুমদার, জ্যোতি আহমদ, টিআইবি সনাক সভাপতি অ্যাডভোকেট আহসান হাবীব নীলু, সিনিয়র সাংবাদিক হুমায়ুন কবির সূর্য প্রমুখ। পরে তিনি জেলার ভূরুঙ্গামারী উপজেলার সোনাহাট স্থল বন্দরে পৌছলে ব্যবসায়ী ও সিএন্ড এফ এসোসিয়েশনের পক্ষ থেকে তাকে ফুলেল স্বাগত জানানো হয়। পরে স্থলবন্দর কর্তৃপক্ষের সভাকক্ষে আয়োজিত আলোচনা সভায় সোনাহাট স্থল বন্দর সিএন্ডএফ এজেন্ট সভাপতি সরকার রকীব আহমদের সভাপতিত্বে প্রধান অতিথি বক্তব্য রাখেন ভারতের সহকারি হাই কমিশনার মনোজ কুমার। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান নুরুন্নবী চৌধুরী, উপজেলা নির্বাহী অফিসার গোলাম ফেরদৌস, সিএন্ড এফ এজেন্ট সম্পাদক মোস্তফা জামান, বিভাগীয় আমদানী ও রপ্তানী কারক সমিতির আহবায়ক শাহজাহান বাবু। শুভেচ্ছা বক্তব্য রাখেন সোনাহাট আমদানী ও রপ্তানীকারক সমিতির সম্পাদক আব্দুর রাজ্জাক। ব্যবসায়ীরা অনতি বিলম্বে ইমিগ্রেশন চালুসহ বিভিন্ন দাবী তুলে ধরেন। এসময় সোনাহাট স্থল বন্দর আমদানী ও রপ্তানীকারক সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, সোনাহাট স্থল বন্দর আমদানী ও রপ্তানী কারক সমিতি ও সিএন্ডএফ এজেন্ট যৌথভাবে এ মতবিনিময় সভার আয়োজন করে।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.