এস এম মাসুদ রানা বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি- জাতীয় প্রাথমিক শিক্ষা পদক- ২০২৩ এ রংপুর বিভাগে শ্রেষ্ঠ জেলা প্রশাসক মনোনীত হয়েছেন, দিনাজপুর জেলা প্রশাসক শাকিল আহমেদ । প্রাথমিক শিক্ষায় বিশেষ অবদান রাখায় তাকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক হিসেবে মনোনীত করা হয়। বাছাই কমিটি, রংপুর বিভাগের সভাপতি ও সদস্য সচিব স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য জানা গেছে। এদিকে শাকিল আহমেদ শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত হওয়ায় জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে তার সহকর্মীগণ তাকে ফুলেল শুভেচ্ছা জানান। বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন ক্যাডার ২৫ তম ব্যাচের সদস্য শাকিল আহমেদ। ২০২৩ সালের ৩ই মার্চ জেলা প্রশাসক হিসেবে দিনাজপুরে যোগদান করে জেলার বিভিন্ন উন্নয়নএ অবদান রাখাসহ বিনোদন প্রেমী শিশু ও সর্বশ্রেণীর মানুষের মন জয় করেছেন। এছাড়াও তিনি প্রাকৃতিক দুর্যোগে মানুষের পাশে দাঁড়িয়েছেন। সড়ক দুর্ঘটনায় নিহত পরিবারদের খোঁজখবর নিয়েছেন এবং আর্থিক অনুদানের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছেন।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.