রফিকুল ইসলাম সুজন,রানীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে উপজেলা প্রশাসন ও ইএসডিও এর সার্বিক সহযোগিতায় ১৩ই অক্টোবর শুক্রবার সকালে কেন্দ্রীয় মাধ্যমিক উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহরিয়ার রহমানের সভাপতিত্বে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয় । এ উপলক্ষে এদিন সকালে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়৷ এসময় আলোচনা সভায় উপস্থিত ছিলেন, রানীশংকৈল উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহরিয়ার আযম মুন্না , উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সামিয়েল মার্ডি ,জেলা স্কাউটস যুগ্ম সম্পাদক ও শিক্ষক ফইজুল ইসলাম, ইএসডি এর ঠাকুরগাঁও জেলা মনিটরিং অফিসার মোস্তাকুর রহমান,ফায়ার সার্ভিস কর্মকর্তা নাছিম ইকবাল,প্রেসক্লাব সাবেক সভাপতি কুশমত আলী,ইএসডিও উপজেলা ম্যানেজার খায়রুল আলম,উপজেলা স্কাউটস যুগ্ম সম্পাদক দিলারা বেগম ও মনতাজ আলী। এছাড়াও উপজেলা সহকারী প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহনেওয়াজ ও স্কুলের ছাত্র ছাত্রী সহ স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া প্রদর্শন করা হয়৷ অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা সহকারি কৃষি অফিসার সাদেকুল ইসলাম ৷
সম্পাদক মন্ডলীর সভাপতি-খন্দকার গোলাম মওলা নকশেবন্দী। সম্পাদক/প্রকাশক-রবিউল ইসলাম। ভারপ্রাপ্ত সম্পাদক-সাবিহা প্রমানিক। প্রধান কার্যালয়ঃ ২২ ধানমন্ডি শংকর ঢাকা-১২০৯, মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪, ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩, ই-মেইল: alochitokantho@gmail.com ।