কুড়িগ্রাম প্রতিনিধি।। কুড়িগ্রামের নাগেশ্বরী থানা পুলিশের হাতে গাঁজা সহ এক মাদক ব্যবসায়ী আটক হয়েছে জানা গেছে ,নাগেশ্বরী থানা পুলিশের একটি চৌকস টিম শুক্রবার (১৩ অক্টোবর ) আনুমানিক সকাল ১০.৩৫ মিনিটে রামখানা বর্ডার হতে ফুলবাড়ী যাওয়ার পথে ফুলবাড়ী থানাধীন মন্ডলটারি (বুড়াটারী) গ্রামের মোঃ রুহুল (৫০)'কে তার অটোরিক্সার সিটের নিচে বিশেষ কায়দায় ফিটিংকৃত ০১ মন গাঁজাসহ হাতেনাতে গ্রেফতার করে এবং মাদক পরিবহনের ব্যবহৃত ০২ টি অটোরিক্সা জব্দ করে। কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রুহুল আমীন বলেন, গ্রেফতারকৃত মাদক কারবারির বিরুদ্ধে নাগেশ্বরী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলে আমাদের এই অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে, আমরা সকলের সম্মিলিত সহযোগিতা প্রত্যাশা করি।
সম্পাদক মন্ডলীর সভাপতি-খন্দকার গোলাম মওলা নকশেবন্দী। সম্পাদক/প্রকাশক-রবিউল ইসলাম। ভারপ্রাপ্ত সম্পাদক-সাবিহা প্রমানিক। প্রধান কার্যালয়ঃ ২২ ধানমন্ডি শংকর ঢাকা-১২০৯, মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪, ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩, ই-মেইল: alochitokantho@gmail.com ।