মাসুম বিল্লাহ,বগুড়া প্রতিনিধিঃ শেরপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র্যালী, ভুমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক মহড়া এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১৩ অক্টোবর শুক্রবার সকালে উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত র্যালী, ভুমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক মহড়া ও আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার সানজিদা সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শেরপুর ধুনট নির্বাচনী এলাকা (বগুড়া-৫) আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো: হাবিবুর রহমান। উপজেলা সহকারী কমিশনার ভূমি এস এম রেজাউল করিম এর সঞ্চালনায় অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সভাপতি মজিবুর রহমান মজনু, এ সময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাহ্জামাল সিরাজী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডঃ গোলাম ফারুক, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি মুন্সি সাইফুল বারী ডাবলূ, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ রায়হান পিএএ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শামছুন্নাহার শিউলী, আওয়ামীলীগ নেতা আবু তালেব আকন্দ সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কোমলমতি শিক্ষার্থী, শিক্ষকবৃন্দ। দুর্যোগ প্রশমন দিবসে উপজেলা পরিষদ চত্বরে শেরপুর উপজেলার ফায়ার সার্ভিস এন্ড ডিফেন্স এর স্টেশন অফিসার এবং তার টীম মহড়া উপস্থাপনে অংশগ্রহন করে।
সম্পাদক মন্ডলীর সভাপতি-খন্দকার গোলাম মওলা নকশেবন্দী। সম্পাদক/প্রকাশক-রবিউল ইসলাম। ভারপ্রাপ্ত সম্পাদক-সাবিহা প্রমানিক। প্রধান কার্যালয়ঃ ২২ ধানমন্ডি শংকর ঢাকা-১২০৯, মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪, ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩, ই-মেইল: alochitokantho@gmail.com ।