সুজন আলী রাণীশংকৈল প্রতিনিধি, "অসমতার বিরুদ্ধে লড়াই করি,দুর্যোগ সহনশীল ভবিষ্যৎ গড়ি" এ প্রতিপাদ্যে ঠাকুরগাঁও রাণীশংকৈল উপজেলা প্রশাসনের আয়োজনে ও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রনালয়ের সহযোগিতায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৩ পালিত হয়। এ উপলক্ষে র্যালী, আলোচনা সভা এবং ভূমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৩ অক্টোবর) সকালে রাণীশংকৈল কেন্দ্রীয় মাধ্যমিক হাইস্কুল মাঠে উপজেলা নির্বাহী অফিসার শাহরিয়ার রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন- উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সামিয়েল মার্ডি, জেলা স্কাউটস যুগ্ম সম্পাদক ফইজুল ইসলাম, ইএসডিওর ঠাকুরগাঁও মনিটরিং অফিসার মোস্তাকুর রহমান,ফায়ার সার্ভিস ইনচার্জ নাছিম ইকবাল। এছাড়াও প্রেসক্লাব সভাপতি মোবারক আলী ও সাবেক সভাপতি কুশমত আলী,ইএসডিও ম্যানেজার খায়রুল আলম, উপজেলা স্কাউটস যুগ্ম সম্পাদক দিলারা বেগম ও মনতাজ আলী,উপজেলা সহকারি কৃষি কর্মকর্তা সাদেকুল ইসলাম প্রমুখ। পরে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে রাণীশংকৈল কেন্দ্রীয় মাধ্যমিক হাইস্কুল মাঠে ফায়ার সার্ভিস কর্মীরা আগুন নিভানোর কৌশল ও করনীয় বিষয় সম্পর্কে জনগনকে হাতে কলমে প্রশিক্ষণসহ এ বিষয়ে সচেতনতামুলক দিক নির্দেশনা দেন।
সম্পাদক মন্ডলীর সভাপতি-খন্দকার গোলাম মওলা নকশেবন্দী। সম্পাদক/প্রকাশক-রবিউল ইসলাম। ভারপ্রাপ্ত সম্পাদক-সাবিহা প্রমানিক। প্রধান কার্যালয়ঃ ২২ ধানমন্ডি শংকর ঢাকা-১২০৯, মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪, ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩, ই-মেইল: alochitokantho@gmail.com ।