মোঃ মজিবর রহমান শেখ, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি,,ঠাকুরগাঁওয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপনে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ১৩ অক্টোবর শুক্রবার ইএসডিও’র প্রেমদীপ প্রকল্পের ঠাকুরগাঁও সদর উপজেলা অফিস থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে বিভিন্ন গুরুত্বপুর্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে অফিস চত্বরে আলেচানা সভা অনুষ্ঠিত হয়। “অসমতার বিরুদ্ধে লড়াই করি, দুর্যোগ সহনশীর ভবিষ্যৎ গড়ি” এই শ্লোগানে উন্নয়ন সংস্থা ইএসডিও’র প্রেমদীপ প্রকল্পের আয়োজনে ও হেকস্/ইপারের সহযোগিতায় আলোচনা সভায় ঠাকুরগাঁও প্রেসক্লাবের সভাপতি মনসুর আলীর সভাপতিত্বে বক্তব্য দেন, অতিথি পৌর কাউন্সিলর দোলন কুমার মজুমদার, উপজেলা প্লার্টফর্মের সদস্য আশরাফ হোসেন, মাহাবুব রশিদ, প্রেমদীপ প্রকল্পের সদর উপজেলা ম্যানেজার ওয়ালিউর রহমান, টিভেট এন্ড ইয়্যুথ ডেভলপমেন্ট অফিসার মো: শাহিন, আদিবাসী নেতা সিকম পাহান, মঙ্গল টুডু, হপন টুডু প্রমুখ। আলোচনা সভায় প্রকল্পের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীগণ ও আদিবাসী সম্প্রদায়ের বিভিন্ন টিমের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। সভায় বিভিন্ন ধরনের দুর্যোগ প্রশমন বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সম্পাদক মন্ডলীর সভাপতি-খন্দকার গোলাম মওলা নকশেবন্দী। সম্পাদক/প্রকাশক-রবিউল ইসলাম। ভারপ্রাপ্ত সম্পাদক-সাবিহা প্রমানিক। প্রধান কার্যালয়ঃ ২২ ধানমন্ডি শংকর ঢাকা-১২০৯, মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪, ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩, ই-মেইল: alochitokantho@gmail.com ।