বানারীপাড়া(বরিশাল)প্রতিনিধি: বরিশালের বানারীপাড়ায় উপজেলার সলিয়াবাকপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের কমিটি গঠন করা হয়েছে। উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এইচ. এম. হাফিজুর রহমান মামুন ও সাধারণ সম্পাদক সুলতান সিকদার স্বাক্ষরিত তিন সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন দেওয়া হয়। নবনির্বাচিত এ কমিটির সভাপতি হলেন শফিকুল ইসলাম শামীম, সাধারণ সম্পাদক রুবেল সরদার ও সাংগঠনিক সম্পাদক শাহীন শিকদার। নবগঠিত কমিটির পক্ষ থেকে শুক্রবার (১৩ অক্টোবর) রাত ৮টায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব গোলাম ফারুককে তার বাসভবনে ফুলেল শুভেচ্ছায় সিক্ত করেন। এ সময় উপস্থিত ছিলেন বরিশাল জেলা আওয়ামী লীগের আইনবিষয়ক সম্পাদক ও বানারীপাড়ার পৌর মেয়র অ্যাডভোকেট সুভাষ চন্দ্র শীল, বানারীপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আলহাজ্ব মাওলাদ হোসেন সানা, সহসভাপতি আক্তার হোসেন মোল্লা, সৈয়দ মজিবুল ইসলাম টুকু, উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক এস. মিজানুল ইসলাম, সহপ্রচার ও প্রকাশনা সম্পাদক অধ্যাপক ইমরান আহমেদ, পৌর আওয়ামী লীগের সভাপতি কামাল হোসেন মোল্লা, সাধারণ সম্পাদক শেখ শহিদুল ইসলাম, উপজেলা শ্রমিক লীগের সভাপতি শাহ্জাহান হাওলাদার, সাধারণ সম্পাদক সুলতান হোসেন মীর, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এইচ. এম. হাফিজুর রহমান মামুন, সাধারণ সম্পাদক সুলতান সিকদার, প্রেস ক্লাবের সহসভাপতি অধ্যাপক মামুন আহমেদ, বানারীপাড়া স্পোর্টিং ক্লাবের সভাপতি রুহুল আমিন শুভ, শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের সাংস্কৃতিক সম্পাদক ও সাংবাদিক আব্দুল আউয়াল প্রমুখ। নবনির্বাচিত এ কমিটিকে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.