মোঃ খলিলুর রহমান,সাতক্ষীরা :: সাতক্ষীরা কিন্ডারগার্টেন অভিভাবক সমাবেশ -২০২৩ অনুষ্ঠিত হয়েছে ১৪ অক্টোবর'২৩ শনিবার সকাল সাড়ে নয়টায় স্কুল প্রাঙ্গণে। স্কুলের প্লে গ্রুপ,কেজি গ্রুপ ও কেজি ওয়ানের অভিভাবকদের সমন্বয়ে অনুষ্ঠিত হয় এ অভিভাবক সমাবেশ। মনোরম পরিবেশে পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চেয়ারপারসন নাসরিন হাসান। মঞ্চে উপস্থিত ছিলেন হেডটিচার মো.রফিকুল হাসান,রেজিস্টার মো.আব্দুস সাত্তারসহ শিক্ষকমন্ডলী। অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন সিনিয়র টিচার রাফিজা খাতুন। কোরআন তেলাওয়াত করেন স্কুলের সিনিয়র টিচার সিরাজুল ইসলাম,গীতা পাঠ করেন স্কুলের সিনিয়র টিচার রিনা রাণী রায়। শুভেচ্ছা বক্তব্য রাখেন স্কুলের চেয়ারপারসন নাসরিন হাসান।স্কুলের সার্বিক অবস্থা তুলে ধরে বক্তব্য রাখেন মর্নিং শিফট ইনচার্জ শারমিন আক্তার,ডে শিফট ইনচার্জ মো.জাহাঙ্গীর আলম ও সিনিয়র টিচার রাফিজা খাতুন। হেডটিচার মো.রফিকুল হাসান অভিভাবকমন্ডলীকে আন্তরিক অভিনন্দন জানিয়ে স্কুলের সার্বিক অবস্থা ও পরবর্তী পরিকল্পনার বিষয়ে আলোকপাত করেন। অভিভাবকমন্ডলীর মাঝে বক্তব্য রাখেন কেজি গ্রুপের অভিভাবক জুডিশিয়াল জেলা জজ জনাব বেলাল হোসেন। তিনি স্কুলের সার্বিক কর্মকাণ্ডের জন্য কৃতজ্ঞতা জানান। বক্তব্য রাখেন কেজি টু এর অভিভাবক উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. ফরহাদ জামিল। তিনি স্কুল পাঠাগারের প্রশংসা করেন এবং ডেঙ্গু থেকে প্রতিকারের জন্য একটি ফগার মেশিনের কথা বলেন। প্লে গ্রুপের অভিভাবক অতিরিক্ত পিপি অ্যাডভোকেট তামিম হোসেন সোহাগ স্কুলের সকল শিক্ষককে কৃতজ্ঞতা জানান। প্লে গ্রুপের অভিভাবিকা সোহানা আহমেদ শিক্ষার্থীদের প্রতি শিক্ষকদের আরও যত্নশীল ও সহযোগী হওয়ার আহ্বান জানান। তিনি মনোজ্ঞ আবৃত্তি করেন। কেজি গ্রুপের অভিভাবক ইংরেজি প্রভাষক এ কে এম কামরুজ্জামান তাঁর বক্তব্যে সকলকে আত্মসমালোচনা করা, নিজের জিনিসপত্র সম্পর্কে যত্নশীল হওয়া, শিশুদের মোবাইল ব্যবহার কম করা সম্পর্কে আলোকপাত করেন এবং ইংরেজি উচ্চারণে আরো যত্নশীল হওয়ার আহ্বান জানান। কেজি ওয়ানের অভিভাবক ডি ডি এন এস আই জনাব আজিজুর রহমান সাতক্ষীরা কিন্ডারগার্টেন ধারাবাহিক ঐতিহ্য ধরে রাখায় কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং স্কুলের খরচ নির্বাহে অভিভাবকদের নিয়মিত স্কুলের টিউশন ফি পরিশোধের আহ্বান জানান। প্লে গ্রুপের অভিভাবিকা করবী মনোজ্ঞ আবৃত্তি করেন। কেজি গ্রুপের অভিভাবিকা তৃষ্ণা মন্ডল স্কুলের সার্বিক পরিবেশ অতি চমৎকার বলে ব্যক্ত করেন। কেজি গ্রুপের অভিভাবিকা সাহিদা ইয়াসমিন স্কুল স্টাফ ও টিচারদের আন্তরিক ধন্যবাদ জানান এবং স্কুলের নিয়ম শৃঙ্খলার প্রশংসা করেন। অসুস্থতার মাঝেও মানসিক দৃঢ়তায় উজ্জীবিত ব্যাংকার ফরিদ উদ্দিন স্কুলের পড়াশোনার মান সম্পর্কে কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ইসলামী শিক্ষার বিষয় আলোকপাত করেন। কেজি ওয়ানের অভিভাবিকা তানভীন আক্তার সন্তানদের গড়ে তোলার ব্যাপারে মায়েদের ভূমিকার বিষয়ে আলোকপাত করেন। সবশেষে প্লে গ্রুপের অভিভাবক সাফফাত হাসান শুভ সাতক্ষীরা কিন্ডারগার্টেন কে সুসজ্জিত স্বনামধন্য প্রতিষ্ঠান হিসেবে উল্লেখ করেন। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে অভিভাবকদের প্রশ্ন উত্তর দেয়া হয় এবং উপস্থিত সকলকে স্কুলের পক্ষ থেকে আপ্যায়ন করা হয়। হেড টিচার মো. রফিকুল হাসান সাড়ে তিন ঘন্টার এই মনোজ্ঞ অনুষ্ঠানে সবার উপস্থিতির জন্য আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করেন।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.