নোয়াখালী প্রতিনিধি সরকারের পদত্যাগে ১দফা দাবী আদায়ে আগামী ১৬ অক্টোবর ঢাকায় যুব সমাবেশ সফল করার লক্ষ্যে ফেনীতে যুবদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ অক্টোবর) সন্ধ্যায় ফেনী জেলা যুবদলের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। ফেনী জেলা যুবদেলর ব্যানারে এ কর্মসূচির আয়োজন করা হয়। জেলা যুবদলের সভাপতি জাকির হোসেন জসিমের সভাপতিত্বে যুবদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন খন্দকারের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক কফিল উদ্দিন ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাধারণ সম্পাদক মন্জুরুল আজিম সুমন, যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক খালেদ মাহমুদ মাসুদ। সভায় বক্তারা বলেন,বিএনপি শেখ হাসিনার অধীনে নির্বাচনে যাবে না। একদফা দাবী আদায় না হওয়া পর্যন্ত যুবদলের নেতাকর্মিরা রাজপথে থাকবে। ঘরে ফিরে যাবেনা। সভায় বক্তারা আওয়ামী লীগকে আর প্রহসনের নির্বাচন করতে দেওয়া হবেনা বলেও হুশিয়ারি দেন।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.