চুয়াডাঙ্গা প্রতিনিধি:চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের বাঘা ডাঙ্গা গ্রামের ঘাটপাড়া(উঠতি পাড়া) মৃত :হাকিমের ছেলে ইদ্রিসের বসবাসের শেষ সম্বল মাটির ঘরটি টানা বর্ষনে বৃষ্টির পানিতে ভেঙ্গে মাটিতে বিলিন হয়েছে।মাটির ঘরটি এভাবে ভেঙ্গে পড়ায় ইদ্রিসের কন্যা সন্তান ও স্ত্রীকে নিয়ে খোলা আকাশের নিচে বসবাস করতে হচ্ছে।ইদ্রিস দীর্ঘদিন ধরে শারিরিক ভাবে অসুস্থ।ঠিকমত কাজকর্ম করতে পারেনা।মাথা গোঁজার শেষ সম্বল টি হারিয়ে এখন তিনি দিশেহারা।বার বার ভাঙ্গা ঘরের দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকেন তিনি।আর মনের অজান্তেই তার দুচোখ বেয়ে ঝরতে থাকে অশ্রু।অসহায় নির্বিকার যেনো একটি জীবন্ত লাশ হয়ে বেঁচে আছেন তিনি বর্তমানে তার এমনই একটি অবস্থা।ঘরটি মেরামত করে যে সন্তান ও স্ত্রীর বসবাসের যোগ্য করে তুলবে সে অর্থও তার কাছে নেই।এক প্রকার বাধ্য হয়ে জনপ্রতিনিধিদের কাছ হাত পেতেও পাননি কোন সহযোগীতা। ইদ্রিস জানান তিনি যদি দু বান্ডিল টিনের ব্যাবস্থা কারো সহযোগীতায় করতে পারতেন তাহলে একটি ছোট ঘর তুলে সে ঘরে স্ত্রীকে নিয়ে অন্তত মাথা গোঁজার ঠাঁই টা থাকতো।অসহায় ইদ্রিসের একটি মাথা গোঁজার ঠাঁই নিশ্চিত করতে দু বান্ডিল টিনের ব্যাবস্থা করতে মানবতার ফেরিওয়ালা খ্যাত দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার রোকসানা মিতা'র আশু সুদৃষ্টি কামনা করেছে এলাকাবাসী সহ সচেতন মহল।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.