হেলাল হোসেন কবির: লালমনিরহাটে প্রেমিকাকে বাড়িকে রেখে প্রেমিক উধাও, এদিকে সে-ই প্রেমিকা প্রেমিকের বাড়িতে অনশনে বসেছেন। লালমনিরহাট জেলা সদরের কুলাঘাট ইউনিয়নের শিবের কুটি গ্রামের তোজাম মিয়ার ছেলে রোকনুজ্জামান(২৩) একই এলাকার আলম মিয়ার মেয়ে আকলিমা (১৮) সাথে দীর্ঘদিন ধরে প্রেম সম্পর্ক গড়ে উঠে। আকলিমাকে বিয়ার কথা বলে রোকনুজ্জামান ১৩ অক্টোবর তার বাড়িতে নিয়ে যায়। পরিবারের চাপে রোকনুজ্জান আকলিমাকে বাড়ির আঙ্গিনায় রেখে পালিয়ে যায়। এই ঘটনায় তার বাড়িতে অনশনে বসলে ছেলের পরিবারের লোকজন মেয়েটি মারধর করে। মেয়েকে মারধরের কারণে তা মা মোছাঃ মর্জিনা বেগম (৫০) লালমনিরহাট সদর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। জানা যায়, প্রেমিক রোকনুজ্জামান দীর্ঘদিন থেকে প্রেমের সর্ম্পক করে গড়ে তুলে প্রেমিকাকে বিভিন্ন জায়গায় ঘুরতে নিয়ে যান। গত ১৩ অক্টোবর সন্ধ্যায় বিয়ের কথা বলে প্রমিকাকে তার বাড়িতে রেখে সে পালিয়ে যায়। এবিষয়ে মেয়ের মা মর্জিনা বেগম বলেন আমার মেয়েকে ফুসলিয়ে প্রেমের সম্পর্ক গড়ে তার বাড়িতে নিয়ে গিয়ে এখন তার পরিবারের লোকজন মেয়েটিক মারধর করছে, ছেলের পরিবারের সাথে আপোষের চেষ্টা করলে তারা উল্টো হুমকি দেন, দুদিন ধরে মেয়ে তাদের বাড়িতে অনশনে রয়েছেন, নিরুপায় হয়ে থানায় অভিযোগ দিয়ছি। লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ ফারুক আলম এর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন ঘটনা শুনেছি অভিযোগও পেয়েছি তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.