জাকির হোসেন, বরিশাল প্রতিনিধি॥ বরিশালের বানারীপাড়ায় অভিযানের তয় দিনে ইলিশ নিধনের নিষেধাজ্ঞাকে অমান্য করার অভিযোগে দুই জেলেকে কারাদন্ড দেয়া হয়েছে। উপজেলার সন্ধ্যা নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে ডিমওয়ালা মা ইলিশ নিধনের অভিযোগে শনিবার দিবাগত গভীর রাতে বানারীপাড়া পৌর শহরের ফেরীঘাটের অদূরে সন্ধ্যা নদীতে কারেন্ট জাল দিয়ে ইলিশ শিকারের সময় দুই জেলেকে আটক করে ভ্রাম্যমান আদালতে কারাদন্ড দেওয়া হয়েছে। কারাদন্ড প্রাপ্ত জেলেরা হল উপজেলার সলিয়াবাকপুর ইউনিয়নের নরোত্তমপুর গ্রামের মো. আলাউদ্দিন (৭০) ও মহিষাপোতা গ্রামের দুলাল উদ্দিন হাওলাদারকে ( ৬০)। অপরাধ প্রাপ্ত জেলেদের আটক করে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আবুজর মোহাম্মদ ইজাজুল হক ২০ দিন করে বিনাশ্রম কারাদন্ড দেন। অভিযানের প্রথম দিন বৃহস্পতিবার দুপুরে সন্ধ্যা নদীতে অভিযান চালিয়ে নলশ্রী এলাকা থেকে আবুল কালাম (৬৫) নামের এক জেলেকে আটক করে ভ্রাম্যমান আদালতে এক বছরের সশ্রম সাজা দেওয়া হয়।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.