প্রতিনিধিঃ মোঃ মিজানুর রহমান (কালু) রোববার (১৫-অক্টোবর) দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে। তিনি বিড়ালদহ মাইপাড়া এলাকার মরহুম ইসমাইল হোসেনের ছেলে। নিহতের পারিবারিক সূত্র জানায়, নিজ মুরগির খামারে কাজ করতে গিয়ে অসাবধানতার কারণে বৈদ্যুতিক তারে জড়িয়ে মারাত্মক আহত হন তিনি। পরে পরিবারের লোকজন পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বানেশ্বর ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক দুলাল জানান, তার এলাকার শফিকুল ইসলাম নামের এক ব্যক্তি দুপুরের দিকে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন। পুঠিয়া থানার ওসি (তদন্ত) রফিকুল ইসলাম বলেন, বৈদ্যুতিক তারে জড়িয়ে এক বৃদ্ধ মারা যাওয়ার খবর পেয়েছি। নিহতের পরিবারকে দাফনের জন্য বলা হয়েছে।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.