মোঃ সাইফুল ইসলাম আকাশ নিজস্ব প্রতিবেদক,ভোলা: বোরহানউদ্দিন থানা পুলিশের আয়োজনে বোরহানউদ্দিন থানার এএসআই মোঃ হাবিবুর রহমানের বোরহানউদ্দিন থানা থেকে তজুমদ্দিন থানায় বদলিজনিত বিদায় উপলক্ষে আনুষ্ঠানিক ভাবে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। বোরহানউদ্দিন থানার ওসি মোহাম্মদ মনির হোসেন মিয়ার সভাপতিত্বে এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়। এসময় এএসআই হাবিবুর রহমানকে বোরহানউদ্দিন থানা পুলিশের পক্ষ থেকে নতুন কর্মস্থলে যোগদানের শুভেচ্ছা জানানো হয়। তিনি বোরহানউদ্দিন থানায় দায়িত্ব পালনকালে কর্মগুনে আলো ছড়িয়ে জয় করেছেন বোরহানউদ্দিন এর মানুষের মন। বোরহানউদ্দিন থানার ওসি মোহাম্মদ মনির হোসেন মিয়ার নির্দেশে দায়িত্বপালনকালে বোরহানউদ্দিনের মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিতে কাজ করেছেন একাগ্রচিত্তে। পুলিশি সেবা সাধারণ মানুষের দৌড়গোড়ায় পৌঁছে দিতে কাজ করেছেন সাহসিকতা নিয়ে। বিদায়ী এএসআই হাবিবুর রহমান তার বক্তব্যে বলেন,আমার যাবতীয় যত প্রশংসা সবকিছুই সহযোদ্ধা-সহকর্মী পুলিশ সদস্যদের জন্যই"বিশেষ করে বোরহানউদ্দিন থানায় যিনি আমাকে কাজ করার সুযোগ করে দিয়েছেন যার কারনে আজকে আমার প্রতিটি কাজের সফলতা পেয়েছি তিনি বোরহানউদ্দিন থানার বর্তমান ওসি মহোদয়। বোরহানউদ্দিন থানা পুলিশের সকল পর্যায়ের পুলিশ সদস্যদের বক্তব্যে কর্মময় জীবনে বিদায়ী অতিথি একজন সৎ, মেধাবী, প্রতিশ্রুতিশীল আগুয়ান, চৌকস, পরিশ্রমী, দক্ষ, গুণী ও মানবিক গুণাবলী সম্পন্ন পেশাদার পুলিশ সদস্য হিসেবে আলোচিত হন। সহকর্মীরা বিদায়ী অতিথির পেশাগত ও ব্যক্তিগত জীবনের উত্তরোত্তর সাফল্য কামনা করেন। এসময় উপস্থিত ছিলেন বোরহানউদ্দিন থানার এসআই রেহান উদ্দিন,এসআই মনজুর হোসেন,এস আই মহিউদ্দিন জুয়েল,এস আই ছলিমুর রহমান,এসআই মানিক,এসআই মনির হোসেন,এসআই সুজন ফকির, হ্নদয় চাকলাদার,আলতাফ হোসেন,এএসআই মোঃ ইলিয়াস হোসেন,এ এসআই মোঃ আমিনুল ইসলাম,এএসআই সুজন মাঝি,সাংবাদিক মোঃ সাইফুল ইসলাম আকাশ সহ বোরহানউদ্দিন থানা পুলিশের সকল পর্যায়ের সদস্যবৃন্দ।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.