রাম বসাক, শাহজাদপুর,সিরাজগঞ্জ রবি মৌসুমে সরিষা, গম, ভুট্টা, সূর্যমুখী, চিনাবাদাম, পেয়াজ, মুগ, মসুর, খেসারী বীজ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১৭ অক্টোবর) সকালে উপজেলা চত্বরের পাশে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এবং উপজেলা প্রশাসনের সহযোগিতায় বীজ ও সার বিতরণের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কামরুজ্জামানের সভাপতিত্বে উদ্বোধনি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা প্রফেসর আজাদ রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মামুনুর রশীদ লিয়াকত, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ নাহিদুল ইসলাম, কৃষক নুর ইসলাম। এতে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা জেরিন আহমেদ। উদ্বোধনী অনুষ্ঠান শেষে উপজেলার ৮হাজার ৯শত ৫০জন কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ করেন অতিথিবৃন্দ।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.