তাহিরপুর সুনামগঞ্জ প্রতিনিধি ঃ ১৫ ই অক্টোবর ক্রাইম সিলেট নামে একটি অনলাইন নিউজ পোর্টালে তাহিরপুরে খাস কালেকশনের নামে বেপরোয়া চাঁদাবাজি শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতিবাদ করেছেন তাহিরপুর উপজেলা যুবলীগের সিনিয়র যুগ্ম আহাব্বায়ক রায়হান উদ্দিন রিপন, তিনি বলেন, আমার নামে অনলাইন নিউজে বলা হয়েছে, আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে সীমান্ত নদী যাদুকাটার ঘাগড়া ঘাট নামক স্থানে টোল আদায়ের নামে চাঁদাবাজি ,যে খবরটি প্রকাশিত করা হয়েছে তা সম্পূর্ণ ভুয়া বানোয়াট এবং উদ্দেশ্য প্রনোদিত, আমার কিছু রাজনৈতিক প্রতিপক্ষ আছে তারা একটি অনলাইন পোর্টালেএই মিথ্যা নিউজ প্রচার করিয়েছে যাহা আদৌ সত্য নয়।সত্য কথা হলো আমি এর সাথে কোনো ভাবেই জড়িত নই। সরকারী রাজস্ব আদায়ের সার্থে প্রশাসন তহসিলদারের মাধ্যমে খাস কালেকশন আদায় করে থাকে ,আমি রাজনীতি করি পাশাপাশি একজন প্রতিষ্ঠিত ব্যাবসায়ী বঠে বর্তমানে তাহিরপুর উপজেলা যুবলীগের সিনিয়র যুগ্ম আহাব্বায়কের দায়িত্বে রয়েছি, একটি পক্ষ নিজেরাই আমার বিরুদ্ধে এমন ভুয়া নিউজ করিয়েছে আমি এতে সামাজিক, মানষিক হেয় প্রতিপন্ন হয়েছি।আমার অনুরোধ থাকবে দায়িত্বশীল প্রতিষ্ঠান হিসেবে অনলাইন পত্রিকাটিকে বিষয়টি আরও গভীরভাবে অনুসন্ধান করা উচিত ছিলো বলে আমি মনে করছি।আমি সর্বোপরি এই মিথ্যা সংবাদের প্রতিবাদ করছি।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.