প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৬, ২০২৪, ৬:৩৭ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১৯, ২০২৩, ১১:৫২ এ.এম
ভোলা ২ আসনটি পুনরায় প্রধানমন্ত্রীকে উপহার দেওয়া হবে বোরহানউদ্দিনে সুবিধাভোগীদের মিলনমেলায় এমপি মুকুল
মোঃ ইকবাল হোসেন বোরহানউদ্দিন(ভোলা) প্রতিনিধিঃ ভোলার বোরহানউদ্দিন উপজেলার পক্ষিয়া ইউনিয়নে সুবিধাভোগীদের সাথে আলী আজম মুকুল এমপির মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। ১৮ অক্টোবর ২০২৩ বুধবার সকাল ১০ ঘটিকায় বোরহানউদ্দিন উপজেলার বোরহানগন্জ বাজারে ইউনিয়ন পরিষদের কার্যালয়ের সামনে উপকারভোগিদের সঙ্গে মতবিনিময় সভায় পক্ষিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুর রশিদ মাস্টারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন এমপি আলী আজম মুকুল। এ সময় প্রধান অতিথি সংসদ সদস্য আলী আজম মুকুল এমপি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দক্ষ হাতে উন্নয়নের জোয়ারে দেশ এগিয়ে যাচ্ছে। আগামী নির্বাচনে পুনরায় শেখ হাসিনাকে ভোট দিয়ে উন্নয়নের এই চলমান ধারাকে অব্যাহত রাখতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। আমরা শেখ হাসিনাকে এই আসনটি পুনরায় উপহার দিবো ইনশাআল্লাহ। এ সময় আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হয়ে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে নৌকা মার্কায় ভোট দিতে সকলের প্রতি তিনি আহ্বান জানান। মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও পক্ষিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নাগর হাওলাদার এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পক্ষিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান হুমায়ুন কবির, ৪ নং ওয়ার্ড মেম্বার আব্দুল্লাহ আল নোমান, ইউপি সচিব আলী আশরাফ সহ উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগের অংগসংগঠনের নেতা কর্মী গন পরে ইউনিয়ন পরিষদের সুবিধাভোগীদের মাঝে চাল বিতরণ করেন সংসদ সদস্য আলী আজম মুকুল এমপি।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.