বাঁধন প্রধান পঞ্চগড় প্রতিনিধি পঞ্চগড়ের বোদা উপজেলার মাড়েয়া ইউনিয়নের করতোয়া নদীর উপর আলোচিত আউলিয়া ঘাটে ওয়াই ব্রীজ নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে। রেল মন্ত্রী নুরুল ইসলাম সুজন বুধবার বিকেলে ফলক উম্মোচনের মাধ্যমে এই ব্রিজের ভিত্তি প্রস্তর উদ্বোধন করেন। বছরের পর বছর ধরে এই ব্রীজ নির্মাণের দাবি জানিয়ে আসছিল এলাকা বাসী। আউলিয়া ঘাটে নৌকাডুবিতে ৭২ জনের মৃত্যুর একবছর পর রেলমন্ত্রী এই ব্রীজের ভিত্তি প্রস্তর উদ্বোধন করলেন। উদ্বোধন শেষে সংক্ষিপ্ত আলোচনায় মন্ত্রী বলেন, বিভিন্ন প্রক্রিয়ার জন্য সময় লাগছে। তবে সেতুটি ভূমিকম্প সহনশীল ও অত্যাধুনিক ভাবে নির্মাণ করা হবে। দ্রুত সেতুর কাজ শুরু হবে জানিয়ে তিনি আরো বলেন আগামী দেড় বছরের মধ্যে সেতু নির্মাণের কাজ শেষ হবে। এসময় পঞ্চগড় স্তানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মাহমুদ জামান এর সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক আজাদ জাহান, বোদা উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আলম টবি, বোদা উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক মেয়র ওয়াহিদুজ্জামান সুজা, মাড়েয়া বামনহাট ইউপি চেয়ারম্যান আবু আনছার মো. রেজাউল করিমসহ জেলা ও উপজেলার নেতা—কর্মীরা। স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ জানায় আউলিয়া ঘাটের করতোয়া নদীর উপর ১১৬ কোটি ৪৯ লক্ষ ৩৬ হাজার ৫৮৮ টাকা ব্যায়ে ৮৯১ মিটার পিসি গার্ডারের এই ওয়াই সেতু নির্মাণ করা হবে। উল্লেখ্য যে, গত বছর ২৫ সেপ্টেম্বর ঐতিহাসিক বদেশ^রী মন্দিরে মহালয়ার পুজোর অনুষ্ঠানে যোগ দিতে সেলো মেশিন চালিত একটি নৌকাযোগে সনাতন ধর্মালম্বি পুজারীরা নদী পার হচ্ছিলেন। এসময় হঠাৎ নৌকাটি ডুবে যায়। এ ঘটনায় ৭২ জন প্রাণ হারান। স্থানয়ীরা বলছেন ব্রীজটি স্থাপিত হলে হাজার হাজার মানুষ উপকৃত হবে। ওয়াই আকৃতির এই ব্রীজটি বিশেষ ভাবে নির্মাণ করা হবে। পর্যটকদেরও আকর্ষন করবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.