মোঃ আসাদুজ্জামান সনেট প্রতিবেদকঃ প্রায় ৮/১০ হাজার যানবাহনের বহর নিয়ে এক বিশাল মটরসাইকেল শো-ডাউন করলেন ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা আ'লীগের সভাপতি ও বর্তমান সাংসদ আনোয়ারুল আজিম আনার। বঙ্গবন্ধুর কনিষ্ট পুত্র শেখ রাসেলের ৬০তম জন্মবার্ষিকীতে বুধবার আ”লীগের হাজার হাজার নেতা কর্মীরা মটরসাইকেল, কার, মাইক্রো ও পিকআপ গাড়ীতে ব্যান্ডপাটি ও ব্যানার ফেস্টুন নিয়ে ওই শো-ডাউনে অংশ নেন। এ সময়ে বিভিন্ন বাজারে পথ সভাতে নেতৃবৃন্দ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আ’লীগ সরকারের উন্নয়নের কথা তুলে ধরে নৌকা মার্কায় ভোট প্রার্থনা করেন। উল্লেখ্য, অদ্যকার শো-ডাউনটি কালীগঞ্জে এ যাবৎকালের বৃহত্তম বলে অভিমত ব্যাক্ত করেছেন আ’লীগের অনেক নেতা কর্মী সমর্থকেরা। কালীগঞ্জ উপজেলা আ’লীগের আয়োজনে শো-ডাউনে যোগ দিতে বুধবার সকাল থেকেই নেতাকর্মীরা শহরের ভ’ষনস্কুল রোডস্থ্য আ’লীগের প্রধান কার্ষালয় সংলগ্ন মাঠ ও শেখ রাসেল ষ্টেডিয়ামে জড়ো হতে থাকে। এরপর বেলা ১১ টার দিকে সাংসদ আনারের নেতৃত্বে বহরটি যাত্রা শুরু করে। প্রথম পর্ষায়ে বহরটি ঝিনাইদহ-৪ নির্বাচনী এলাকার মধ্যে বিষয়খালী, নলডাঙ্গা. নারিকেলবাড়িয়া কোলা, কালা ও মঙ্গলপৈতা বাজার হয়ে বারবাজারে গিয়ে বিরতি নেয়। এরপর সেখানে দুপুরের মধ্যাহ্ন ভোজ শেষে বহরটি কাষ্টভাঙ্গা, রাখালগাছী, বালিয়াডাঙ্গা, কালুখালী বাজার হয়ে সন্ধ্যায় কালীগঞ্জে এসে শেষ হবে। এ সময়ে ঝিনাইদহ -৪ নির্বাচনী এলাকার বিভিন্ন বাজারে সংক্ষিপ্ত পথ সভাতে এমপি আনার আ’লীগ সরকারের উন্নয়ন চিত্র তুলে ধরে নৌকা প্রতিকে ভোট চান। শো-ডাউনে ওই বহরে এমপির সাথে সফরসঙ্গী হিসাবে আরো উপস্থিত ছিলেন আ’লীগের বর্ষিয়ান নেতা কালীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর সিদ্দিক ঠান্ডু, পৌর মেয়র আশরাফুল আলম আশরাফ ও বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানগন। এছাড়াও পথসভাতে থানা, পৌর ও ইউনিয়ন পর্ষায়ের আ’লীগের নেতৃবৃন্দগনও অংশ নেন।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.