মোঃ আসাদুজ্জামান সনেট কালিগঞ্জ প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জে ৭হাজার ৩শ জন কৃষকের মাঝে বিনামুল্যে বিভিন্ন ফসলের বীজ বিতরন করা হয়েছে। কৃষি প্রণোদনা কর্মসূচী ২০২৩-২০২৪ অর্থ বছরে রবি মৌসুমে গম,ভুট্টা, সরিষা,সুর্যমুখি,চিনাবাদাম,শীতকালীন পেয়াজ,মুগ,মসুর ও খেসারী ফলের বীজ বিতরন করা হয়। উপজেলা কৃষি অফিসের আয়োজনে বৃহষ্পতিবার সকাল ১০টায় কালীগঞ্জ উপজেলা পরিষদ হল রুমে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর সিদ্দিক ঠান্ডু। উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহানের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার মো:মাহবুব আলম রনি,উপজেলা ভাইস চেয়ারম্যান শিবলি নোমানী, শাহনাজ পারভীন,উপজেলা মৎস্য কর্মকর্তা হাসান সাজ্জাদ, কালীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জামির হোসেন প্রমুখ। অনুষ্ঠানে কালীগঞ্জ উপজেলার ১১টি ইউনিয়ন ও ১টি পৌরসভার ৭হাজার ৩শ ৪০ জনের মাঝে প্রণোদনা কর্মসূচীর বীজ বিতরন করা হয়।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.