স্বপন কুমার রায় খুলনা ব্যুরো প্রধান শারদীয় দুর্গা পূজাকে সামনে রেখে পূজা মন্ডপ কমিটির নেতৃবৃন্দকে নিয়ে দাকোপ থানা পুলিশের উদ্যোগে আইন-শৃঙ্খলা, নিরাপত্তা সংক্রান্ত এক মতবিনিময় সভা লাউডোব ইউনিয়ন পনিষদ মিলনায়তনে আজ ১৯ অক্টোবর বৃহস্পতিবার সকাল ১১ টারদিকে অনুষ্ঠিত হয় । এতে দাকোপ উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহসভাপতি ও লাউডোব ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব শেখ যুবরাজের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা করেন দাকোপ থানা পুলিশের অফিসার ইনচার্জ (তদন্ত) শেখ শাহিনুর রহমান,, সভায় আসন্ন শারদীয় দুর্গাপূজা ২০২৩ উদযাপন উপলক্ষে আইনশৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত সংক্রান্ত আলোচনা হয়। সেই সঙ্গে পূজা উদযাপন কমিটির সকল নেতৃবৃন্দ ও সদস্যদের মতামত গ্রহণ করা হয়। উক্ত সভায় প্রধান অতিথি অফিসার ইনচার্জ (তদন্ত) শেখ শাহিনুর রহমান বলেন,শারদীয় দুর্গা পুজাকে সামনে রেখে আইন-শৃঙ্খলা সংক্রান্ত সব ধরণে প্রস্তুতি ইতোমধ্যে থানা পুলিশ নিয়ে রেখেছে। উপজেলার ১১৬ টি মন্ডপে পুলিশের পাশাপাশি আনসার বিডিপির সদস্যরা সার্বিক নিরাপত্তার দায়িত্বে থাকবে। যাতে করে দুষ্কৃতিকারীরা পূজা মন্ডপে বিশৃঙ্খলা ও প্রতিমার ক্ষতি সাধন করে ধর্মীয় বিভাজন সৃষ্টি করতে না পারে এজন্য সরকারি নির্দেশনা মোতাবেক প্রতিটি মন্ডপে আইন-শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি পূজা মন্ডপ কমিটির নেতৃবৃন্দকে সার্বক্ষণিক নজরদারী রাখার জন্য তিনি আহবান জানান। বিশেষ অতিথি হিসাবে বক্তৃতা করেন সহকারী ্উপ পরিদর্শক আজাহরুল ইসলাম,লাউডোব ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও লাউডোব ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান নিহার মন্ডল,মওলানা জাকারিয়া,মুফতি ইয়াসিন আরাফাত তপু সরকা, মিজানুর রহমান,,ইউপি সদস্য নিতাই জদ্দার,সহ আরো অনেকে। মতবিনিময় সভায় বিভিন্ন মন্ডপের সদস্যরা উপস্হিত ছিলেন। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন দাকোপ থানা পুলিশের উপ-পরিদর্শক মলয় কুমার চক্রবর্তী।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.