মুশফিক হাওলাদার বিশেষ প্রতিনিধি: ভোলার লালমোহনে অ্যাক্সেসিবিলিটি অডিটের জন্য এ্যাডভোকেসি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দিনব্যাপী বেসরকারী উন্নয়ন সংস্থা দ্বীপ উন্নয়ন সোসাইটি (ডাস) এর আয়োজনে সংস্থার প্রশিক্ষণ কক্ষে এই এ্যাডভোকেসি কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রশিক্ষক হিসেবে ছিলেন দ্বীপ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মো. ইউনুছ মিয়া ও সিভিআর ফ্যাসিলিটেটর মো. জহিরুল ইসলাম। কর্মশালায় উপস্থিত ছিলেন লালমোহন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মাছুমা বেগম, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি শওকত আলী হেলাল, ডাস কার্যকরী কমিটির কোষাধ্যক্ষ নাজমা বেগম, সদস্য হাসনেহেনা মো. জাহিদুল ইসলামসহ বিভিন্ন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি, প্রধান শিক্ষকসহ আরো অনেকে। কর্মশালায় প্রতিবন্ধি শিশুদের বিদ্যালয়ে প্রবেশগম্যতা সহজলভ্য করা, বিদ্যালয়ে পর্যাপ্ত সুযোগ সুবিধা নিশ্চিত করা। প্রতিবন্ধি শিশুদের চাহিদাগুলো বিশেষভাবে বিবেচনা করাসহ বিভিন্ন সুপারিশ গ্রহণ করা এবং তা বাস্তবায়নে সকলের সহযোগিতা চাওয়া হয়। লিলিয়ান ফাইন্ডেশন (এলএফ) এর অর্থায়নে, সেন্টার ফর ডিজএ্যাবিলিটি ইন ডেভেলপমেন্ট (সিডিডি) সহযোগিতায়, দ্বীপ উন্নয়ন সোসাইটি (ডাস) এর চাইল্ড এমপাওয়ারমেন্ট প্রোগামের আওতায় কর্মসূচিটি বাস্তবায়ন করছে।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.