মোঃ খলিলুর রহমান,সাতক্ষীরা :: খুলনা-সাতক্ষীরা মহাসড়কের শাকদহ সেতুসহ দেশজুড়ে ১৫০টি সেতু, ১৪টি ওভারপাস ও নবনির্মিত অন্যান্য অবকাঠামোর ভিডিও কনফারেন্সের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার সকাল ১১ টায় ঢাকার তেজগাঁওস্থ সড়ক ভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ২৫ দশমিক ৭৬ কোটি টাকা ব্যয়ে সাতক্ষীরা- খুলনা মহাসড়কের ৩৮ মিটার দৈর্ঘ্য ও ১০ দশমিক ৪০ মিটারের শাকদহ সেতুর উদ্বোধন করেন। সাতক্ষীরা সড়ক ও জনপদ বিভাগের সার্বিক ব্যবস্থাপনায় ভার্চুয়ালে সাতক্ষীরা প্রান্তে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এসময় উপস্থিতি ছিলেন সাতক্ষীরা জেলা প্রশাসন মোঃ হুমায়ুন কবীর, সাতক্ষীরা সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী এ.কে.এম শফিকুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার সজিব খান, দৈনিক পত্রদূতের ভারপ্রাপ্ত সম্পাদক লায়লা পারভীন সেঁজুতি, সড়ক ও জনপথ বিভাগের উপ বিভাগীয় প্রকৌশলী মো. জিয়াউদ্দিন, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী আবু সহায়তা মো: শাকিল আলম, উপ বিভাগীয় প্রকৌশলী তানভীর হোসেন, বাংলাদেশ বেতারের ফারুক মাহববুর রহমান প্রমুখ । বর্তমান সরকারের ৪ মেয়াদকালে দেশে ১ হাজার ১৩১টি ব্রীজ নির্মিত হয়েছে। আজ ১৫০ টি সেতুর মোট দৈর্ঘ্য ৯৪৫৩ দশমিক ৫৩ মিটার যার নির্মাণ ব্যয় ৩২৮৭দশমিক ৫০ কোটি এবং ১৪ টিওভারপাসের দৈর্ঘ্যের ৬৮৯ মিটার যার নির্মাণ ব্যয় ২০৮দশমিক ৮০ কোটি টাকা। বক্তরা বলেন, এসব সেতু চালু হলে দেশের প্রান্তিক মানুষের যোগাযোগে বড় ধরনের পরিবর্তন আসবে।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.