নিজস্ব প্রতিবেদক: "সমৃদ্ধ জীবনের জন্য স্মার্ট ক্রেডিট ইউনিয়ন" এই প্রতিপাদ্যে জয়পুরহাটে ৭৫তম আন্তর্জাতিক ক্রেডিট ইউনিয়ন দিবস উদযাপন উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৯ অক্টোবর) সকাল ১০টায় জয়পুরহাট জেলা কালব সদস্য সেবা কেন্দ্রে দি কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লীগ অব বাংলাদেশ (কালব) এর আয়োজনে ৭৫তম আন্তর্জাতিক ক্রেডিট ইউনিয়ন দিবসে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কালব ব্যবস্থাপনা পরিষদের খ-অঞ্চলের ডিরেক্টর ও পবা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো: ওয়াজেদ আলী খাঁন। নওগাঁ ও জয়পুরহাট জেলার ক্লাস্টার পরিষদের চেয়ারম্যান ও জয়পুরহাট সদর উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের চেয়ারম্যান মতিয়ার রহমান এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ক্লাষ্টার পরিষদের ভাইস চেয়ারম্যান ও ক্ষেতলাল উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল হান্নান, ক্লাষ্টার পরিষদের সদস্য ও পাথরঘাটা মিশন কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের চেয়ারম্যান আগাপিত বাসকে ও ক্লাষ্টার পরিষদের সদস্য ও বেনিদুয়ার মিশন কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের চেয়ারম্যান আন্তনি মুর্মু, ক্লাষ্টার পরিষদের সদস্য ও মধ্য মথুরাপুর কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের চেয়ারম্যান বিনোদ মিনজি। উপস্থিত ছিলেন কালাই উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল মতিন ও সেক্রেটারি শামীম রেজা, জয়পুরহাট সদর উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের সেক্রেটারি জিল্লুর রহমান, পাঁচবিবি উপজেলা শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের ভাইস চেয়ারম্যান শাহীন আকন্দ ও সেক্রেটারি জহুরুল ইসলামসহ জেলার বিভিন্ন ক্রেডিট ইউনিয়নের সভাপতি, সেক্রেটারী, সদস্য ও নেতৃবৃন্দ।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.