প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৬, ২০২৪, ৬:২৭ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২১, ২০২৩, ১:৩৮ পি.এম
কুষ্টিয়ার ভেড়ামারা থানা পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানে ৩০ বোতল ফেন্সিডিল উদ্ধার। মাদক ব্যবসায়ী কামাল পলাতক
জাহাঙ্গীর খাঁন, সিনিয়র স্টাফ রিপোর্টারঃ কুষ্টিয়ার সুযোগ্য পুলিশ সুপার এ এইচ এম আবদুর রকিব'র সার্বিক দিক নির্দেশনায়, অতিরিক্ত পুলিশ সুপার মহসিন আল মুরাদ ভেড়ামারা সার্কেল কুষ্টিয়া এর তত্ত্বাবধানে, অফিসার ইনচার্জ জহুরুল ইসলাম ভেড়ামারা থানা এর নেতৃত্বে এস আই মোঃ জাভেদ পারভেজ, এ এস আই মোঃ শাহিনুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ ইং-১৯/১০/২০২৩ তারিখ ভেড়ামারা থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনা করেন। এই সময় অভিযানিক টিম গোপন সংবাদের ভিত্তিতে ভেড়ামারা থানাধীন কাজীহাটা বাজারপাড়া সাকিনস্থ পলাতক আসামি মোঃ কামাল হোসেন (৪৩), মোঃ জারমান আলী এর বসতবাড়ির প্রবেশ পথের টিনের গেটের সামনে থেকে আসামির ফেলে যাওয়া একটি প্লাস্টিকের বাজারের ব্যাগের মধ্যে হতে ৩০ বোতল ফেন্সিডিল উদ্ধার করে। উক্ত ঘটনায় পলাতক আসামি মোঃ কামাল হোসেনের বিরুদ্ধে ভেড়ামারা থানার মামলার নাম্বার (১০), তারিখ ১৯/১০/২০২৩ খ্রিঃ, ধারা-২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬ (১) সারণির ১৪(খ) রুজু করা হয়। আসামি গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানা গেছে।।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.