মিজানুর রহমান (লাভলু)কানাইঘাট প্রতিনিধিঃ কানাইঘাট উপজেলার বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী অফিসার ফারজানা নাসরিন। ২০অক্টোবর (শুক্রবার) বিকেলে কানাইঘাট উপজেলার বিভিন্ন মন্দিরসহ বেশ কয়েকটি পূজা মন্ডপ ঘুরে দেখেন তিনি। এসময় তিনি পূজা মন্ডপ সংশ্লিষ্ট কমিটির নেতৃবৃন্দের সাথে কথা বলেন এবং পূর্ণ নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করেন। উপজেলা নির্বাহী অফিসার ফারজানা নাসরিন বলেন, সনাতন ধর্মাম্বলীদের সংখ্যালঘু না ভেবে দেশের একজন নাগরিক হিসেবে নির্ভয়ে তাদের দুর্গোৎসব পালন ও পূজার সময় সকল ধর্মের অনুসারীদের সাম্প্রদায়িক সম্প্রতি বজায় রাখা এবং সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য সবার প্রতি আহবান জানান। তিনি আরো বলেন, বর্তমান সরকার জনবান্ধব সরকার। তাই শান্তিপূর্ণভাবে একে অপরে ধর্ম পালন করতে হবে। সেই সঙ্গে তিনি উপজেলার সর্বস্তরের সনাতন ধর্মের সবাইকে শারদীয়া দূর্গাপূজার শুভেচ্ছা জানান। পূজা মন্ডপ পরিদর্শনকালে নির্বাহী অফিসারের সাথে ছিলেন হিন্দু, বৈদ্য, খৃষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রিংকু চক্রবর্তী,হিন্দু বৈদ্য, খৃষ্টান ঐক্য পরিষদ পৌর শাখার সভাপতি শ্যামল কুমার দাস,কানাইঘাট পূজা উদ্যাপন পরিষদের সভাপতি ভজন লাল দাস,কানাইঘাট পূজা উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক অলক চক্রবর্তী,রায়গড় পূজা মন্ডপের সভাপতি নিকুঞ্জ বিহারী দাস,নিজ চাউরা দক্ষিণ পূজা মন্ডপের সভাপতি সুবুধ রঞ্জন দাস,চমক রঞ্জন দে, প্রমূখ।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.