জামালপুর প্রতিনিধি: জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলাধীন নিলক্ষিয়া ইউনিয়নে অবস্থিত ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে পরিচিত নিলক্ষিয়া আর. জে. পাইলট উচ্চ বিদ্যালয়। এই স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠানটি ১৯৩৫ সালে স্থাপিত হয়। প্রতিষ্ঠানটির বর্তমান ম্যানেজিং কমিটির সভাপতির দায়িত্বে রয়েছেন অত্র ইউনিয়নের বর্তমান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুস সাত্তার। এবং বর্তমান প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) হিসেবে দায়িত্বে রয়েছেন মো: সুজা উদ্দিন (সুজা)। দীর্ঘদিন যাবৎ প্রতিষ্ঠানটি সুনামের সহিত পাঠদান কার্যক্রম পরিচালনা করে আসলেও বর্তমানে শিক্ষক/কর্মচারী নিয়োগের ক্ষেত্রে বিভিন্ন অনিয়মের অভিযোগ সৃষ্টি হয়েছে। সরেজমিনে গিয়ে বিভিন্ন তথ্য পাওয়া যায়। তথ্যমতে নিলক্ষিয়া আর.জে.পাইলট উচ্চ বিদ্যালয়ের ভোকেশনাল শাখায় দুই (০২) জন প্রার্থী নিয়োগ দেওয়া হয়। ১. কম্পিউটার ডেমোনেস্টেটর ২. কম্পিউটার ল্যাব সহকারী। কম্পিউটার ডেমোনেস্টেটর পদে মো: মামুন সরকার ও ল্যাব সহকারী পদে মো: সুমন মিয়াকে নিয়োগ দেওয়া হয়। এবং এমপিও তালিকায় তাদের দুজনের পাশাপাশি নাম আসে।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.