মোঃ সাহিদুল ইসলাম,নীলফামারী প্রতিনিধিঃ সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শ্রী শ্রী শারদীয় দুর্গাপূজা শুরু হয়েছে। মহাষষ্ঠীর মাধ্যমে নীলফামারীর ডোমারে ঢাকের তালে শুরু হয় উৎসবটি। শুক্রবার (২০শে অক্টোবর) মা দুর্গার আসন গ্রহণের মাধ্যমে পাঁচদিন ব্যাপী পূজা-অর্চনার বড় উৎসব। উপজেলার ১০৫টি পূজামণ্ডপে ঢাকের তালে মা দুর্গাকে বরণ করে নেন সনাতনীরা। ডোমার শহরের সত্যমানীর পূজামণ্ডপের সভাপতি শিবেন্দ্রনাথ মানী জানান, মহাষষ্ঠীতে মা দুর্গাকে বরণ করে পূজা দেওয়ার মাধ্যমে এবছরের দুর্গোৎসবের সূচনা হয়। এদিন ভোগ ও প্রসাদের ব্যবস্থা করা হয়। দুর্গাপূজার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ উন নবী জানান, এবছর ডোমার থানাধীন ১০৫টি পূজামণ্ডপে শ্রী শ্রী শারদীয় দুর্গাপূজা উদযাপন করা হচ্ছে। পুলিশের উদ্যোগে প্রত্যেক পূজামণ্ডপেই নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আইন-শৃঙ্খলা রক্ষার্থে সবসময় প্রস্তুত রয়েছে পুলিশ।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.