প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৫, ২০২৪, ৯:২৫ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২২, ২০২৩, ৩:০৮ পি.এম
লালমনিরহাটে আজাদ লিমটনের ১ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা
হেলাল হোসেন কবিরঃ লালমনিরহাটের প্রয়াত শিক্ষক ও গণসংহতি আন্দোলনের লালমনিরহাট জেলা কমিটির সাবেক আহবায়ক আবু তালেব মো: আজাদ লিমটনের ১ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গণসংহতি আন্দোলন লালমনিরহাট জেলা কমিটির যুগ্ম আহবায়ক দীপক রায় এর সভা সমন্বয়ে শিক্ষার মূল লক্ষ্য থেকে আমরা কতদূরে এই শ্লোগানে প্রধান বক্তা ছিলেন গণবিশ্ববিদ্যালয়ে শিক্ষক ও লেখক রাহমান চৌধুরী। শনিবার (২১ অক্টোবর) বিকাল ৩ টা ৩০ মিনিটে লালমনিরহাটের সোনালী পার্কের মীর লাইব্রেরিতে গণসংহতি আন্দোলনের আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়। সেখানে বক্তা ছিলেন গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় সম্পাদকমন্ডলী সদস্য জুলহাসনাইনবাবু। আলোচনা করেন আবু তালেব মো: আজাদ লিমটনের স্ত্রী মনোয়ারা বেগম, আজমুল হক পুতুল, সাপ্টিবাড়ি ডিগ্রি কলেজের শিক্ষক আব্দুল বাতেন। বক্তব্য রাখেন কবি কাব্য রাসেল, মুনিম হোসেন খন্দকার প্রতিক, আলোর মনি পত্রিকার নির্বাহী সম্পাদক হেলাল হোসেন কবির, রতনাই থিয়েটারের সাধারণ সম্পাদক শামীম আহম্মেদ, গণসংহতি আন্দোলন লালমনিরহাট জেলা কমিটির সদস্য নয়ন৷ কুমার রায় প্রমুখ।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.