সকাল থেকে অষ্টমী পুজো শুরুহয়ে গিয়েছে মন্ডপে মন্ডপে।অঞ্জলি দরওয়ার প্রস্তুতি চলছে।সকাল সকাল স্নান করে নতুন হলুদরাঙা জামদানি কিংবা লাল রঙের হ্যান্ডলুম শাড়িতেসাজছে মেয়ে বৌরাআরছেলেরাপাঞ্জাবিতে অষ্টমীর সকালের এই সাজ তো চিরাচরিত।আবারঅষ্টমীতে অঞ্জলি দেওয়ার মাঝেই এক হবে বর্তমান ,শুরু হবে নতুন প্রেম,নতুন সম্পর্ক দুর্গাপুজোর এই অঞ্জলির সঙ্গে আলাদাই একটা আবেগ জড়িয়ে বাঙালির । অষ্টমীর দিন সকালে হয় কুমারী পুজো । ১ থেকে ১৬ বছরের যাঁরা ঋতুমতী হয়নি, এরকম বালিকাদের মাতৃজ্ঞানে পুজো করা হয় । বেলুড় মঠে ধুমধাম করে কুমারী পুজো পালন করা হয় । বহু ভক্তের সমাগম হয় এদিন । অষ্টমীর দিন বিকেলে হয় সন্ধিপুজো । অষ্টমী তিথির শেষ ২৪ মিনিট ও নবমী তিথির প্রথম ২৪ মিনিট । মোট ৪৮ মিনিট ধরে সন্ধিপুজো অনুষ্ঠিত হয় । অষ্টমী ও নবমীর সন্ধিক্ষণে যেহেতু এই পুজো হয়, তাই এই পুজোর নাম সন্ধিপুজো । সন্ধিপুজোরও নিয়ম রয়েছে । এই সময় দেবীর পায়ে ১০৮টি লাল পদ্ম উৎসর্গ করা হয় । পাশাপাশি ১০৮টি প্রদীপও জ্বালানো হয় । অনেকে অষ্টমী পরিবারের সঙ্গে, প্রিয়জন, বন্ধুদের সঙ্গে কাটাতে ভালবাসেন । তবে, তার মধ্যেও রাত জেগে পুজো পরিক্রমাও চলে ।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.